Advertisment

মাদক পাচারের ছক বানচাল, তৎপর BSF, পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন লক্ষ্য করে গুলি

লক্ষ্যপূরণের আগেই সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতায় ভেস্তে গেল নাশকতার ছক।

author-image
IE Bangla Web Desk
New Update
BSF fires at Pak drone at Punjab near india pak border

সীমান্ত পাহাড়ায় বিএসএফ।

লক্ষ্যপূরণের আগেই সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) তৎপরতায় ভেস্তে গেল মাদক পাচারের ছক। বিএসএফ-র দাবি, ড্রোনের মাধ্যমে পাক সীমান্ত দিয়ে এ পারে মাদক ও অস্ত্র চোরাচালান করা হচ্ছিল। সেই সময়ই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাহিনীর জওয়ানরা। ফলে সেটি থেকে মাটিতে পড়ে যায় বেশকিছু জিনিস। উদ্ধার করা হয়েছে মাদক ও বন্দুক। ঘটনা মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের পাঞ্জগ্রেইন এলাকার।

Advertisment

বিএসএপ-এর এক শীর্ষ আধিকারিক বলেছেন, 'মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ হঠাৎই শব্দ শোনা যায়। নজরদারি বাড়াতেই দেখা যায় সন্দেহভাজন উড়ন্ত একটি বস্তু সীমান্তের ওপ্রান্তের দিক থেকে এপারে এসেছে। সঙ্গে সঙ্গেই সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। খোঁজাখুঁজি করে সীমান্ত থেকে প্রায় ২.৭ কিলোমিটার দূরের ঘাগ্গার এবং সিংহো গ্রামে দেখা যায় একটি বেশ কিছু জিনিস পড়ে রয়েছে। সেখান থেকে দু'টি হলুদ মোড়কের প্যাকেট উদ্ধার হয়েছে। একটি প্যাকেটে বন্দুক ছিল।' অনুমান ড্রোন থেকেই ওই প্যাকেটগুলি ফেলা হয়েছে।

ড্রোনটি ধ্বংস হয়েছে, নাকি অন্যত্র চলে গিয়েছে তারই খোঁজ চলছে।

Read in English

BSF india pakistan Drone Punjab
Advertisment