Advertisment

বিএসএফে নিম্নমানের খাবার নিয়ে ‘বিদ্রোহী’ জওয়ানের ছেলের দেহ উদ্ধার

‘‘রোহিত আত্মহত্যা করেছে, এ খবর আমরা পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি, রোহিতের ঘর ভিতর থেকে বন্ধ করা রয়েছে। বিছানায় রোহিতের দেহ পড়েছিল। ওর হাতে পিস্তল ছিল।’’

author-image
IE Bangla Web Desk
New Update
bsf, বিএসএফ

নিরাপত্তাবাহিনীতে খাবারের নিম্নমান নিয়ে সরব হওয়ায় কোপে পড়েছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও খবরের শিরোনামে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। সীমা সুরক্ষা বাহিনীতে খাবারের নিম্ন মান নিয়ে সরব হওয়ায় কোপে পড়েছিলেন বিএসএফ-এর এই জওয়ান। সেই জওয়ানের ছেলের দেহ উদ্ধার ঘিরে এবার চাঞ্চল্য ছড়াল। শুক্রবার হরিয়ানার বাড়ি থেকে ওই জওয়ানের ছেলে রোহিতের দেহ উদ্ধার করা হয়েছে, সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর। রোহিত আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisment

হরিয়ানার রেওয়ারি জেলার শান্তি বিহার এলাকায় নিজের ঘর থেকে ২২ বছর বয়সী রোহিতের দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘রোহিত আত্মহত্যা করেছে, এ খবর আমরা পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি, রোহিতের ঘর ভিতর থেকে বন্ধ করা রয়েছে। বিছানায় রোহিতের দেহ পড়েছিল। ওর হাতে পিস্তল ছিল। ওর বাবা কুম্ভ মেলায় গিয়েছেন। আমরা ওঁকে খবর পাঠিয়েছি।’’

আরও পড়ুন, লাদাখে তুষারধসে মৃত তিন, চলছে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ

উল্লেখ্য, নিরাপত্তা বাহিনীতে যে খাবার পরিবেশন করা হয়, তার গুণগত মান নিয়ে সরব হয়েছিলেন তেজ বাহাদুর। সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও বার্তায় এ নিয়ে মুখ খুলেছিলেন ওই জওয়ান। এজন্য তাঁকে বরখাস্ত করা হয় পরে। বিএসএফের ২৯ নং ব্যাটেলিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তেজ বাহাদুর। ইউনিফর্ম পরে ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করার জেরে তাঁকে নিয়ম লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত করা হয়। পাশাপাশি নিয়ম না মেনেই কর্তব্যরত অবস্থায় ২টি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন তেজ বাহাদুর। এমন অভিযোগও করা হয় তাঁর বিরুদ্ধে।

Read the full story in English

national news
Advertisment