প্রথম স্ত্রী’কে আড়াল করে দ্বিতীয় বিয়ে। বরখাস্ত করা হল বিএসএফের কমান্ড্যান্ট র্যাঙ্কের এক আধিকারিকের। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই আধিকারিকের নাম অমরেন্দ্র কুমার সিং। তিনি মেহসানায় বিএসএফের ৫৬ নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।
ঠিক কী অভিযোগ অমরেন্দ্রের বিরুদ্ধে?
জানা গিয়েছে বিহারের বাসিন্দা অমরেন্দ্র কুমার সিং ২০০৭ সালে ভুয়ো জন্ম সার্টিফিকেট দেখিয়ে বিএসএফে যোগ দেন। সেই সময় তিনি নিজেকে ব্যাচেলার বলেও দাবি করেন। দিন কয়েক পর প্রতিরক্ষা দফতরের পোর্টালে নিজের বিয়ের জন্য বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপনে সাড়া দেন সেনাবাহিনীর এক নার্সিং অফিসার। পরে দুজনেই বিয়ে করে। গর্ভবতী থাকার সময় অমরেন্দ্রের স্ত্রী জানতে পারেন তার প্রথম পক্ষের স্ত্রীর কথা! সেই সঙ্গে তিনি আরও জানেন, দুটি সন্তানও রয়েছে তার।
আরও পড়ুন: < ১০ কোটির বাংলো, হেভিওয়েট লিঙ্ক! ‘দেশের সবচেয়ে বড় গাড়ি চোরে’র কাহিনী চমকে ওঠার মতই >
ঘটনার কথা জানাজানি হতেই বিএসএফের তরফে শুরু হয় তদন্ত। বিএসএফের ডিজি জিএস মালিক মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘অমরেন্দ্রের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে আড়াল করে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে। নার্সিং অফিসার এবং তার বাবার দেওয়া জবানবন্দির ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাহিনীর শৃঙ্খলা লঙ্ঘনের জন্য অমরেন্দ্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’।