Advertisment

Gold Biscuit Smuggling: বনগাঁ থেকে উদ্ধার ৪৪ লক্ষ টাকার সোনার বিস্কুট

বেআইনি পাচার রুখল দক্ষিন বঙ্গের আধা সামরিক বাহিনী ।

author-image
IE Bangla Web Desk
New Update
a special operation was planned by troops of BOP Haridaspur in the area of Bangaon Railway Station.

গোপনসূত্রে খবর পেয়ে উপস্থিত ছিল আধা সামরিক বাহীনি।

Gold Biscuit Smuggling: প্লাস্টিকের ব্যাগে করে পাচার হচ্ছিল সোনার বিস্কুট

Advertisment

৪৪ লক্ষ টাকার ১২টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বনগাঁ রেলস্টেশন লাগোয়া এলাকা থেকে উদ্ধার করা হয় ওই সোনার বিস্কুট। একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ১কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বিস্কুটগুলি। চোরাই মাল উদ্ধার হলেও ধরা যায়নি পাচারকারীকে।

gold biscuiteWhatsApp Image 2018-06-01 at 6.32.36 PM আধাসামরিক বাহিনী সূত্রে খবর ব্যাগের মধ্যে ছিল ১২ টি সোনার বিস্কুট

গোপনসূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিল আধা সামরিক বাহিনী। নাইলন ব্যাগে করে সোনার বিস্কুট নিয়ে চম্পট দিচ্ছিল পাচারকারী। তাকে ধরতে না পারলেও উদ্ধার করা সম্ভব হয়েছে সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ব্যাগের মধ্যে ছিল ১২টি সোনার বিস্কুট। ১২টি সোনার বিস্কুটের বাজারমূল্য ৪৪ লক্ষ টাকারও বেশি। বিএসএফের অনুমান, এই বিস্কুটগুলো প্রথমে বাংলাদেশের সীমান্ত থেকে বনগাঁ এসে পৌছায়। তারপরে পাচার করা হয় কলকাতায়।

smuggling Bangladesh
Advertisment