Gold Biscuit Smuggling: প্লাস্টিকের ব্যাগে করে পাচার হচ্ছিল সোনার বিস্কুট
৪৪ লক্ষ টাকার ১২টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বনগাঁ রেলস্টেশন লাগোয়া এলাকা থেকে উদ্ধার করা হয় ওই সোনার বিস্কুট। একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ১কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বিস্কুটগুলি। চোরাই মাল উদ্ধার হলেও ধরা যায়নি পাচারকারীকে।

গোপনসূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিল আধা সামরিক বাহিনী। নাইলন ব্যাগে করে সোনার বিস্কুট নিয়ে চম্পট দিচ্ছিল পাচারকারী। তাকে ধরতে না পারলেও উদ্ধার করা সম্ভব হয়েছে সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ব্যাগের মধ্যে ছিল ১২টি সোনার বিস্কুট। ১২টি সোনার বিস্কুটের বাজারমূল্য ৪৪ লক্ষ টাকারও বেশি। বিএসএফের অনুমান, এই বিস্কুটগুলো প্রথমে বাংলাদেশের সীমান্ত থেকে বনগাঁ এসে পৌছায়। তারপরে পাচার করা হয় কলকাতায়।