Advertisment

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী

গত দুদিনে জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে এটি দ্বিতীয় ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhatinda Military shooting, Bhatinda army shooting, bhatinda news, punjab, army solider dead, army solider accidental firing, india news, indian express

রক্তস্নাত ভূস্বর্গ!

নাশকতার ছক বানচাল। বিএসএফ-এর গুলিতে সাম্বা সেক্টরে নিহত পাক অনুপ্রবেশকারী। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে পাক গুপ্তচরের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে বিএসএফ। জোর করে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই বিএসএফ ওই পাক গুপ্তচরকে গুলি করে হত্যা করে। জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় সীমান্তে পাকিস্তানি সন্ত্রাসবাদীর জঘন্য পরিকল্পনা ভেস্তে করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। জম্মু সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে বিএসএফ-এর সেনারা।

Advertisment

বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার (১ জুন) ভোরে জওয়ানরা সাম্বা এলাকায় পাকিস্তানের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তে সন্দেহভাজন এক অনুপ্রবেশকারী কার্যকলাপ লক্ষ্য করে, বিএসএফ জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলেও তিনি সীমান্ত পেরোনোর চেষ্টা করেন। এর পরে জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি নিহত হন।

আধিকারিকরা জানিয়েছেন, ভোর রাতে আড়াইটে নাগাদ দিকে সাম্বা সেক্টরের মঙ্গু চক সীমান্ত চৌকির (বিওপি) কাছে এই ঘটনা ঘটে। বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, "আজ (১ জুন) ভোররাতে, বিএসএফ জওয়ানরা সাম্বা এলাকায় পাকিস্তানের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।"

মুখপাত্র বলেছেন যে সৈন্যরা তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি সীমান্ত বেড়া পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর। ঘটনার পরই বিএসএফ সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে তল্লাশি অভিযান শুরু করে।

গত দু'দিনে এটি দ্বিতীয় ঘটনা। সেনাবাহিনী বুধবার (৩১ মে) পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর তিন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে অস্ত্র ও মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করেছে। প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে সীমান্ত এলাকায় এনকাউন্টারের পরে সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক সামগ্রী।  

jammu and kashmir
Advertisment