জম্মুর আকাশে ফের উড়ল সন্দেহভাজন ড্রোন। জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আরনিয়া সেক্টরে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা যায় মঙ্গলবার রাতে। দেখেই গুলি ছোড়ে বিএসএফ জওয়ান। এরপরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় ড্রোনটি।
বিএসএফের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ১৩ জুলাই, মঙ্গলবার রাত ৯.৫২ নাগাদ আরনিয়া সেক্টরের কাছে মাটি থেকে ২০০ মিটার উঁচুতে লাল আলোর রশ্মি দেখতে পাওয়া যায়। সতর্ক জওয়ানরা সন্দেহভাজন বস্তু লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই আলো নিভে যায় এবং সেটি চলে যায়।
আরও পড়ুন বালাসোর থেকে উৎক্ষেপণের পরেই সাগরে মুখ থুবড়ে পড়ল ব্রহ্মস মিসাইল, তদন্তে প্রতিরক্ষা কমিটি
এরপর এলাকায় তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরে জম্মুতে অহরহ ড্রোন দেখা যাচ্ছে। গত ২৭ জুন জম্মু বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ফেলা হয়েছিল।
জম্মু-কাশ্মীরে গত কয়েকমাসে বেশ কয়েকবার ড্রোনে করে অস্ত্র-বিস্ফোরক ফেলেছে পাক জঙ্গিগোষ্ঠী গুলি। এক্ষেত্রেও পাক যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন