কোভিডে বিপর্যস্ত মানবজীবন। ভগবান বুদ্ধের দেখানো পথেই এই কঠিন সময় থেকে মুক্তি সম্ভব। মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুরু পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে মোদী এদিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে ভগবান বুদ্ধের দেখানো পথ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।’
ভগবান বুদ্ধের বাণী তুলে ধরে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, ‘করোনায় মানবতা সংকটে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভগবান বুদ্ধের অবদান অনেকটা। ভারত দেখিয়ে দিয়েছে তাঁর পথে হেঁটে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। দেশগুলি একে অপরের সাহায্যে এগিয়ে আসছে, একে অপরের শক্তি হচ্ছে উঠছে।’
এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভগবান বুদ্ধ আমাদের জীবনের দুঃখ এবং তার কারণের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকে দুঃখ জয় করতে পারে। তিনি আমাদের অষ্টমন্ত্র দিয়েছিলেন।’
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন