বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে উত্তপ্ত ছিল কাশ্মীর। সূত্রের খবর অনুযায়ী, দুই থেকে তিন জন জঙ্গির খোঁজ পেয়েছিলেন নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরের বুদ্গাম জেলার জাগু আরিজাল অঞ্চলে সকাল থেকে দু'পক্ষের মধ্যে গোলাগুলি চলার পর সেনা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গি।
বিগত তিন দিনে এই নিয়ে তিনবার এনকাউন্টার হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এর আগে মঙ্গলবার পুলওয়ামাতে সেনা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলেছে৷ ওইদিনই ত্রালে সেনা অভিযানে নিহত হয়েছে দুই জয়েশ-ই-মহম্মদ জঙ্গি৷ সূত্রের খবর অনুযায়ী নিহতদের একজন, উসমান হায়দার, ওই জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের ভাইপো৷ বৃহস্পতিবার নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।
বম্ব ডিজপোসাল স্কোয়াড এসে এনকাউন্টার অঞ্চল পরিষ্কার করা পর্যন্ত সাধারণ মানুষের চলাফেরা নিয়ন্ত্রিত রাখার নির্দেশ দিয়েছে কাশ্মীর পুলিশ।
Read the full story in English