‘আমি স্তম্ভিত’, দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ ভাষাতেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলআইসির অংশীদারিত্ব বিক্রি হওয়া নিয়ে এদিন টুইটারে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘কীভাবে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের গর্বের ও ঐতিহ্যের প্রতিষ্ঠানগুলোকে কৌশলে আক্রমণ করছে...এটা কি একটা যুগের অবসান?’’
I am shocked & appalled to see how the Central Government plans to ambush the heritage & legacy of public institutions.
It’s the end of a sense of security.
Is it also the end of an era?#LIC #IndianRailways #AirIndia #BSNL
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2020
মোদী সরকারের বাজেট ‘ফাঁপা, কিছুই নেই’, এই ভাষাতেই একযোগে সরব হল বিরোধীরা। বাজেট নিয়ে একসুরে মোদী সরকারকে দুষল কংগ্রেস ও তৃণমূল। বাজেটের নয়া কর কাঠামোকে বিঁধে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, ‘কর ছাড় নিয়ে মিথ্যাকথা বলবেন না।‘ অন্যদিকে, বাজেট প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, ‘‘ঐতিহাসিক বলতে সবথেকে লম্বা বাজেট, বাকিটা ফাঁপা। কর্মসংস্থানের কোনও দিশা নেই বাজেটে’’। উল্লেখ্য, এদিন বাজেট বক্তৃতায় নিজের রেকর্ডই ভাঙলেন নির্মলা সীতারামন। ২০১৯ এর অন্তর্বর্তী বাজেট ভাষণ ছিল ২ ঘণ্টা ১৭ মিনিটের। এ বছর ভাষণ চলল প্রায় আড়াই ঘণ্টা।
Our youth want jobs. Instead they got the longest budget speech in parliamentary history that said absolutely nothing of consequence.
PM & FM both looked like they have absolutely no clue what to do next.
#Budget2020 pic.twitter.com/5oUCs8rp32
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2020
বাজেট প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লিখেছেন, ‘‘কর ছাঁটাই নিয়ে মিথ্যা কথা বলবেন না। যেখানে সামাজিক সুরক্ষাই নেই, সেখানে সেই সুরক্ষাই কেড়ে নিচ্ছে সরকার’’। কেন্দ্রীয় বাজেটকে 'গোলি মার দো' বলেও কটাক্ষ করেন তিনি।
Tax cut ki goli mat do
Read the fine print on the so-called IT cuts.
Govt removes incentives to ‘save’ in a nation where there is no social security.
70/100 tax exemptions withdrawn.
Exemptions were given as incentive to save money in PPF, LIC, Health insurance etc #Budget2020— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) February 1, 2020
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এটা স্লোগানধর্মী বাজেট। মানুষের উপকার হওয়ার সুযোগ নেই। গ্রামীণ অর্থনীতি, মূল্যবৃদ্ধির সুরাহার ইঙ্গিত নেই বাজেটে। পিপিপি মোডের বাজেট। কার লাভ হল? জনবিরোধী বাজেট। ভাষণবাজি করার বাজেট’।
রাজনৈতিক প্রতিপক্ষরা যখন সমালোচনা করছেন তখন স্বাভাবিকভাবেই বাজেটের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানিয়েছেন, কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। যা মধ্যবিত্তের পক্ষে অত্যন্ত সুখের বিষয়। এছাড়াও বাজেটে আয়ুষ্মান ভারত, ঘরে ঘরে বিদ্যুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারও প্রশংসা করেন অমিত শাহ।
मोदी सरकार ने इस बजट में अनुसूचित जातियों व अन्य पिछड़ा वर्ग के लिए 85,000 करोड़ और अनुसूचित जन-जातियों के लिए 53,700 करोड़ का प्रावधान रख कर समाज के उपेक्षित वर्ग के विकास व उन्हें मुख्यधारा से जोड़ने के प्रति अपनी संवेदनशीलता को पुनः दर्शाया है। #JanJanKaBudget
— Amit Shah (@AmitShah) February 1, 2020