Advertisment

মোদী সরকারের বাজেটে ‘স্তম্ভিত’ মমতা

মোদী সরকারের বাজেট ‘ফাঁপা, কিছুই নেই’, এই ভাষাতেই একযোগে সরব হল বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আমি স্তম্ভিত’, দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ ভাষাতেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলআইসির অংশীদারিত্ব বিক্রি হওয়া নিয়ে এদিন টুইটারে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘কীভাবে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের গর্বের ও ঐতিহ্যের প্রতিষ্ঠানগুলোকে কৌশলে আক্রমণ করছে...এটা কি একটা যুগের অবসান?’’

Advertisment

মোদী সরকারের বাজেট ‘ফাঁপা, কিছুই নেই’, এই ভাষাতেই একযোগে সরব হল বিরোধীরা। বাজেট নিয়ে একসুরে মোদী সরকারকে দুষল কংগ্রেস ও তৃণমূল। বাজেটের নয়া কর কাঠামোকে বিঁধে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, ‘কর ছাড় নিয়ে মিথ্যাকথা বলবেন না।‘ অন্যদিকে, বাজেট প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, ‘‘ঐতিহাসিক বলতে সবথেকে লম্বা বাজেট, বাকিটা ফাঁপা। কর্মসংস্থানের কোনও দিশা নেই বাজেটে’’। উল্লেখ্য, এদিন বাজেট বক্তৃতায় নিজের রেকর্ডই ভাঙলেন নির্মলা সীতারামন। ২০১৯ এর অন্তর্বর্তী বাজেট ভাষণ ছিল ২ ঘণ্টা ১৭ মিনিটের। এ বছর ভাষণ চলল প্রায় আড়াই ঘণ্টা।

বাজেট প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লিখেছেন, ‘‘কর ছাঁটাই নিয়ে মিথ্যা কথা বলবেন না। যেখানে সামাজিক সুরক্ষাই নেই, সেখানে সেই সুরক্ষাই কেড়ে নিচ্ছে সরকার’’। কেন্দ্রীয় বাজেটকে 'গোলি মার দো' বলেও কটাক্ষ করেন তিনি।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এটা স্লোগানধর্মী বাজেট। মানুষের উপকার হওয়ার সুযোগ নেই। গ্রামীণ অর্থনীতি, মূল্যবৃদ্ধির সুরাহার ইঙ্গিত নেই বাজেটে। পিপিপি মোডের বাজেট। কার লাভ হল? জনবিরোধী বাজেট। ভাষণবাজি করার বাজেট’।

রাজনৈতিক প্রতিপক্ষরা যখন সমালোচনা করছেন তখন স্বাভাবিকভাবেই বাজেটের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানিয়েছেন, কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। যা মধ্যবিত্তের পক্ষে অত্যন্ত সুখের বিষয়। এছাড়াও বাজেটে আয়ুষ্মান ভারত, ঘরে ঘরে বিদ্যুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারও প্রশংসা করেন অমিত শাহ।

Union Budget 2020
Advertisment