scorecardresearch

বাজেটে রবীন্দ্রনাথের কবিতা আওড়ালেন অর্থমন্ত্রী নির্মলা

বাজেট পেশের সময় কিংবদন্তী দুই কবির কবিতা আওড়ালেন অর্থমন্ত্রী।বাজেটের শুরু দিকে নির্মলার মুখে শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটি লাইন।

বাজেটে রবীন্দ্রনাথের কবিতা আওড়ালেন অর্থমন্ত্রী নির্মলা

এবারের বাজেট প্রথাগত বাজেটগুলির থেকে অনেকটাই আলাদা। করোনা আবহে এই প্রথম ‘পেপারলেস’ বাজেট পেশ হল সংসদে। শুধু তাই নয় প্রথাগত লাল শালুতে মোড়া বহি খাতার বদলে ট্যাব নিয়ে বেরোন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও বাজেট ঐতিহ্য ধরে রাখলেন তিনি। বাজেট পেশের সময় কিংবদন্তী দুই কবির কবিতা আওড়ালেন অর্থমন্ত্রী।

বাজেটের শুরু দিকে নির্মলার মুখে শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটি লাইন। “স্বপ্ন আমার জোনাকি ,দীপ্ত প্রাণের মণিকা ,স্তব্ধ আঁধার নিশীথে, উড়িছে আলোর কণিকা॥” (My fancies are fireflies specks of living light—twinkling in the dark.)
এই কবিতাটি কবিতাগুচ্ছের ‘লেখন’ কাব্যের। কবিতাটি যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ সেই সময় তিনি হাঙ্গেরিতে, সাল ১৯২৬। হৃদজনিত সমস্যায় চিকিৎসারত ছিলেন।

আরও পড়ুন, বিধানসভা নির্বাচনের আগে বাজেটে কী পেল বাংলা?

কবিতাটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজেই লিখে গিয়েছেন, “এই লেখনগুলি সুরু হয়েছিল চীনে জাপানে। পাখায় কাগজে রুমালে কিছু লিখে দেবার জন্যে লোকের অনুরোধে এর উৎপত্তি। তারপরে স্বদেশে ও অন্য দেশেও তাগিদ পেয়েছি। এমনি করে এই টুকরো লেখাগুলি জমে উঠ্‌ল। এর প্রধান মূল্য হাতের অক্ষরে ব্যক্তিগত পরিচয়ের। সে পরিচয় কেবল অক্ষরে কেন, দ্রুতলিখিত ভাবের মধ্যেও ধরা পড়ে… অন্যমনস্কতায় কাটাকুটি ভুলচুক ঘটেছে। সে সব ত্রুটিতেও ব্যক্তিগত পরিচয়েরই আভাস রয়ে গেল॥”

শুধু রবীন্দ্রনাথ নন, নির্মলার কন্ঠে শোনা যায় ক্লাসিক তামিল সংগীত সাহিত্যে তিরুক্কুরালের কয়েকটি লাইন। যা রচনা করেছিলেন, তিরুভল্লুওয়ার।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Budget 2021 nirmala sitharaman recited rabindranath tagore during her speech