Budget 2025 Expectation: মমতার দেখানো পথেই হাঁটবে মোদী সরকার? বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পের ঘোষণা?

Budget 2025 Expectation: দেশের মহিলাদের জন্য এবার বাজেটে থাকতে চলেছে ঢালাও উপহার। অন্তত অর্থনীতিবিদরা তেমনটাই আশা করছেন। মনে করা হচ্ছে, গত বাজেটের মতো এবারও মহিলাদের জন্য অনেক বড় প্রকল্পের ঘোষণা করা হতে পারে।

Budget 2025 Expectation: দেশের মহিলাদের জন্য এবার বাজেটে থাকতে চলেছে ঢালাও উপহার। অন্তত অর্থনীতিবিদরা তেমনটাই আশা করছেন। মনে করা হচ্ছে, গত বাজেটের মতো এবারও মহিলাদের জন্য অনেক বড় প্রকল্পের ঘোষণা করা হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Union budget 2020 live updates: এলআইসি-র শেয়ার বিক্রির পথে কেন্দ্র

দেশের মহিলাদের জন্য এবার বাজেটে থাকতে চলেছে ঢালাও উপহার।

Budget 2025 Expectation: নতুন বছরে বাজেটের আগে কেমন হতে চলেছে এবারের বাজেট তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মমতার দেখানোর পথেই কী হাঁটবে কেন্দ্র? এনিয়েও চলছে চলছে জোর তরজা। অর্থনীতিবিদরা আশা প্রকাশ করছেন কেন্দ্রীয় সরকার বাজেটে মহিলাদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

Advertisment

দেশের মহিলাদের জন্য এবার বাজেটে থাকতে চলেছে ঢালাও উপহার। অন্তত অর্থনীতিবিদরা তেমনটাই আশা করছেন। মনে করা হচ্ছে, গত বাজেটের মতো এবারও মহিলাদের জন্য অনেক বড় প্রকল্পের ঘোষণা করা হতে পারে। গত বাজেটে, কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য প্রায় ৩ লক্ষ কোটি টাকার তহবিল পেশ করেছিল। এই বাজেটেও মহিলাদের জন্য থাকতে পারে বিরাট চমক। 

লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প

বাজেটে মহিলাদের জন্য এবার কী মমতার দেখানো পথে হেঁটে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আসতে চলেছে? এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে, সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতো নগদ অর্থ দেওয়ার ঘোষণা করেছে। এর আগে, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনেও একই রকম ঘোষণা করতে দেখা গিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলিকে। বিষয়টি মাথায় রেখে, মোদী সরকার মহিলাদের নগদ অর্থ প্রদানের ঘোষণা করতে পারে, জল্পনা এমনই। 

Advertisment

মহিলা সম্মান সঞ্চয়পত্রের সময়সীমা বাড়ানো হতে পারে

মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পের মেয়াদ মার্চ মাসে শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে, এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এই স্কিমে, আমানতের উপর ৭.৫ শতাংশ সুদের হার পাওয়া যায়।

আয়করে ছাড়

মহিলাদের জন্য কর ছাড়ের সীমা বৃদ্ধির পেতে পারে। যাতে মহিলারা আরও বেশি সঞ্চয় করতে পারবেন। বর্তমানে, নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা এবং পুরাতন কর ব্যবস্থায় ২.৫ লক্ষ টাকা। আসন্ন বাজেটে মহিলাদের জন্য পৃথক এক কর কাঠামো সামনে আনতে পারে মোদী সরকার। 

নারীদের কর্মসংস্থান

সরকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য কিছু নতুন প্রকল্প শুরু করতে পারে।এছাড়াও নারীদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া যেতে পারে যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সুযোগ পেতে পারে। ব্যবসার জন্য মহিলাদের আরও বেশি আর্থিক সাহায্যের ঘোষণা করতে পারেন।  সরকার 'বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর মতো নারী-অগ্রাধিকারমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বাড়াতে পারে। প্রতি বছর বাজেট পেশের আগে, এবার নারীদের জন্য নতুন কী হবে তা নিয়ে একটি সাধারণ আলোচনা হয়ে ওঠে। কারণ দেশের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। 

Union Budget Union Cabinet Nirmala Sitharaman Budget