Advertisment

বুলন্দশহর কাণ্ডে বিজেপি, বজরং দলের নেতাদের বিরুদ্ধে নোটিস

বুলন্দশহরের ঘটনায় বিজেপি, বজরং দল, ভারতীয় জনতা যুব মোর্চার নেতাদের বিরুদ্ধে আদালতের নোটিস জারি করল পুলিশ। এক মাসের মধ্যে অভিযুক্তরা আত্মসমর্পণ না করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bulandshahr, বুলন্দশহর

বজরং দলের নেতা যোগেশ রাজ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বুলন্দশহরে হিংসার ঘটনায় এবার নাম জড়াল বিজেপিরও। গোহত্যার গুজবে হিংসার ঘটনায় সিয়ানার বিজেপি আইটি সেলের আহ্বায়কের নামে আদালতের নোটিস জারি করল পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় নাম জড়াল ভারতীয় জনতা যুব মোর্চারও। পাশাপাশি বজরং দলের অস্বস্তি বাড়িয়ে যোগেশ রাজের বিরুদ্ধেও নোটিস জারি করেছে পুলিশ। যদিও হিংসার ঘটনায় তারা জড়িত নয় বলেই দাবি বিজেপি, বজরং দলের।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলন্দশহরের ঘটনায় পলাতক ২৩ অভিযুক্তের নামে আদালতের নোটিস জারি করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে বজরং দলের জেলা আহ্বায়ক যোগেশ রাজ, ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) কর্মী শিখর আগরওয়াল ও সিয়ানার বিজেপি আইটি সেলের আহ্বায়ক বিক্রান্ত ত্যাগী। আগামী এক মাসের মধ্যে অভিযুক্তরা আত্মসমর্পণ না করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন: বুলন্দশহরে গোহত্যা নিয়ন্ত্রণে না আনায় নিশানা হয়েছেন নিহত পুলিশ: বিজেপি সাংসদ

ইতিমধ্যেই বুলন্দশহর ও পার্শ্ববর্তী এলাকায় সব অভিযুক্তের নাম, ঠিকানা, ছবি-সহ পোস্টার লাগানো হয়েছে। এ প্রসঙ্গে বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার অতুল শ্রীবাস্তব বলেন, "যেহেতু ওরা ফেরার, তাই আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। ২৩ জন অভিযুক্তের বাড়িতে আদালতের নোটিস লাগানো হয়েছে। যদি ওরা আত্মসমর্পণ না করে, তবে আবার আদালতের দ্বারস্থ হব আমরা। ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।" বুলন্দশহরের ঘটনার তদন্তে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, গোহত্যার অভিযোগে বুলন্দশহরে হিংসা ছড়ায়। গত ৩ ডিসেম্বর হিংসার ঘটনায় নিহত হন সিয়ানা থানার স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং ও সুমিত কুমার নামে এক স্থানীয় যুবক। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম থেকেই এ ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের যোগেশের। যদিও সেদিন ঘটনাস্থলে যোগেশ ছিল না বলে দাবি করেছে বজরং দল। পাশাপাশি তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সরব হয়েছে বিজেপি ও বিজেওয়াইএম।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তে পলাতক ২৩ জন অভিযুক্তের নাম উঠে এসেছে। সকলেই বুলন্দশহরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার ভিডিও খতিয়ে দেখা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়। যেহেতু অভিযুক্তরা ফেরার, তাই তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Read the full story in English

Bulandshahr
Advertisment