Advertisment

সেনা স্নাইপার থেকে ১২ কোটির বুলেটপ্রুফ গাড়ি, ভারত সফরে বাইডেনের নিরাপত্তা চমকে দেবে

'দ্য বিস্ট' মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল স্টেট কার।

author-image
IE Bangla Web Desk
New Update
joe biden, joe Biden in india, beast car, the beast, joe Biden the beast, the beast us presidential car, us president joe Biden, joe Biden in delhi

সেনা স্নাইপার থেকে ১২ কোটির অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ি, ভারত সফরে বাইডেনের নিরাপত্তা চমকে দেবে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে G20 নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসছেন। ৭ সেপ্টেম্বর ভারত সফরে আসতে চলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই আসছে ১২ কোটির ‘দ্য বিস্ট’। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বোয়িং বিমানে করে ভারতে উড়িয়ে আনা হবে এই গাড়ি। 'দ্য বিস্ট' মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল স্টেট কার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ বুলেটপ্রুফ গাড়িটি সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পাহারায় থাকবে।

Advertisment

বাইডেনের দিল্লি সফরের আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। একেবারে শেষের স্তরে আধাসামরিক বাহিনীর সদস্যরা বাইডেনকে ঘিরে থাকবেন, দ্বিতীয় স্তরে থাকবে্ন এনএসজি কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বৃত্তে থাকবে সিক্রেট সার্ভিস এজেন্ট।

বাইডেনের নিরাপত্তায় দিল্লির আকাশে ক্রমাগত চক্কর দেবে বায়ুসেনা ও ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলিতে সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা হাজির থাকবেন। পাশাপাশি একাধিক জায়গায় অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে। দিল্লির বহুতল ভবনে এনএসজি এবং সেনা স্নাইপারদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন: < মর্মান্তিক! শববাহী গাড়ি না মেলায় ছেলের মৃতদেহ ঠেলাগাড়িতে চাপিয়ে শ্মশানের পথে বৃদ্ধা মা >

কোভিড -১৯ -এর নেগেটিভ হওয়ায় জো বাইডেন ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ঐতিহাসিক বৈঠকের ফাঁকে ৮ সেপ্টেম্বর বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি তিনি ৯-১০ সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক অধিবেশনে অংশ নেবেন।

G-20 Summit Biden
Advertisment