New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Untitled-design-2021-08-11T152140.600.jpg)
দুর্ঘটনাস্থলের ছবি। সৌজন্য: আইটিবিপি
Kinnaur landslide: কিন্নৌর জেলায় ধসের নীচে এখনও আটকে বেশ কয়েক জন।
দুর্ঘটনাস্থলের ছবি। সৌজন্য: আইটিবিপি
Himachal Landslide: হিমাচলর কিন্নৌর জেলায় ভয়াবহ ভূমিধসে মৃত বেড়ে হল ১০। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মোট দশটি দেহ উদ্ধার হয়েছে। আহত ১৩ জনকে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে। কিন্নৌর জেলায় ধসের নীচে এখনও আটকে বেশ কয়েক জন। হিমাচল পুলিশ সূত্রে এমনটাই খবর।
Another devastating landslides has taken place today in Kinnaur region (Sangla, Chitkul, Kalpa) of Himachal. A bus & few cars damaged. Many feared trapped.
Ecologically the most fragile region in the state. This year has been particularly brutal.pic.twitter.com/APy6VOpWPH— Navneet Mundhra (@navneet_mundhra) August 11, 2021
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হিমাচল সড়ক পরিবহণ নিগমের ৪০ যাত্রী-সহ একটি বাস ধসের কবলে পড়েছে। বাসটি কিন্নৌর থেকে শিমলা যাচ্ছিল। আইটিবিপির ৪৩, ১৭ এবং ১৯ ব্যাটালিয়ন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। মোট ৩০০ জনের দল উদ্ধারকাজ চালাচ্ছে।দ্রুত উদ্ধারকাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
#UPDATE: ITBP personnel on the rescue operation on Reckong Peo to Shimla main road. 5 persons have been rescued from the site. @IndianExpress pic.twitter.com/J16IiLE6Ei
— Mahender Singh Manral (@mahendermanral) August 11, 2021
এদিকে, উদ্ধারের প্রাথমিক পর্যায়ে সেই বাসের চালক-সহ ৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে সহযোগিতার জন্য হিমাচলের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
গত মাসেই কিন্নৌরে ভূমিধসের কবলে পড়ে নয় জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে সিআরপিএফ জওয়ান-সহ এক মার্কিন নাগরিক ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন