Advertisment

মিনি বাস-লরির মুখোমুখি ধাক্কা, মহিলা-শিশু সহ অন্ধ্রে নিহত ১৪

কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে, লরি ও বাসের চাকল মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিনি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল আট মহিলা ও এক শিশু সহ ১৪ জনের। রবিবার ভোর চারটে নাগাদ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ৪৪ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে, লরি ও বাসের চাকল মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisment

পুলিশ জানিয়েছে, রাজস্থানের আজমেরের বাসিন্দারা মিনি বাসে করে চিত্তর থেকে হায়দ্রাবাদে যাচ্ছিলেন। সেই সময় মাঝরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের দেহ বাসের মধ্যে থেকে বার করার জন্য কাটার ব্যবহার করতে হয়। জীবীত চারজনই শিশু। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। মোবাইল ও আধার নম্বর দেখে মৃতদের শনাক্ত করার কাজ চলছে।

এর আগে শনিবার সন্ধ্যায় অন্ধ্রের বিশাখাপত্তনামে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদের পড়ে যায়। এই ঘটনায় চার জন নিহত হন। পুলিশ সূত্রে খবর দুর্ঘনাগ্রস্ত বাসটি হায়দ্রাবাদ থেকে আরাকু যাচ্ছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Andhra Pradesh accident
Advertisment