Advertisment

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভূগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভূগছিলেন তিনি। বুটা সিংয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এইমস-এ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

Advertisment

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংমগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুটা সিংকে, 'অভিজ্ঞ প্রশাসক' বলে সম্বোধন করেছেন। অন্যদিকে, তাঁকে 'অনুগত নেতা' যিনি দেশের সেবায় নিজেকে নিবেদন করেছিলেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

টুইটে শোকবার্তায় মোদী লিখেছেন, 'বুটা সিং অত্যন্ত অভিজ্ঞ প্রশাসক ছিলেন। দুস্থদের জন সবসময় সরব হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'

রাহুল গান্ধী জানিয়েছেন, 'দেশ একজন প্রকৃত প্রশাসক ও অনুগত নেতাকে হারালো। বুটা সিংজি তাঁর জীবন দেশ ও দেশবাসীর সেবায় নিবেদন করেছিলেন। তাঁর কাজের জন্য সর্বদা তিনি স্মরণে থাকবেন।'

রাজনৈতিক জীবনের শুরুতে প্রথম নির্বাচনে অকালি দলের হয়ে লড়লেও পরে কংগ্রেসে যোগ দেন বুটা সিং। ১৯৬২ সালে সাধনা লোকসভা আসন থেকে প্রথমবারের জন্য লোকসভায় নির্বাচিত হন তিনি। এরপর থেকে তাঁর রাজনীতিক উত্থান ঘটে। পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। এছাড়া ‘অপারেশন ব্লুস্টার’-এর পরবর্তী সময়ে স্বর্ণমন্দিরকে ফের গড়ে তোলার পিছনে তাঁর যথেষ্ট অবদান ছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS national news
Advertisment