Advertisment

আট বছরেই চিনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ভারত, জানাল রাষ্ট্রসংঘ

সোমবার প্রকাশিত জাতিসংঘের নতুন প্রতিবেদন অনুসারে, ২০৫০ সালের মধ্যেই ভারতে আরও ২৭৩ মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জনসংখ্যায় চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত। প্রতীকী ছবি

২০২৭ সালের মধ্যেই চিনকে পেরিয়ে যাবে ভারত! বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে যে তকমা এতদিন ছিল চিনের মুকুটে, আর আট বছর পরেই সেই খেতাব পেতে পারে ভারত, এমনটাই খবর রাষ্ট্রসংঘ (ইউনাইটেড নেশনস) সূত্রে। সোমবার প্রকাশিত রাষ্ট্রসংঘের নতুন প্রতিবেদন অনুসারে, ২০৫০ সালের মধ্যেই ভারতে আরও ২৭৩ মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে, এবং শতাব্দীর শেষে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে প্রথমে নাম থাকবে ভারতের। রিপোর্টটিতে বলা হয়, ২০২৭ সালেই ভারতের জনসংখ্যা হতে চলেছে ১৩৭ লক্ষ, এবং চিনের জনসংখ্যা হতে চলেছে ১৪৩ লক্ষ।

Advertisment

রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় তথা জনসংখ্যা বিভাগের তরফে প্রকাশিত 'দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রস্পেক্টস ২০১৯'-এ বলা হয়েছে, আগামী ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেতে চলেছে প্রায় ২০০ কোটি। ২০১৯ সালে যেখানে জনসংখ্যার বৃদ্ধি ছিল ৭.৭ বিলিয়ন, আগামী ত্রিশ বছরে তা বৃদ্ধি পেতে চলেছে ৯.৭ বিলিয়ন। ২০১৯ সাল থেকে ২০৫০ সাল অবধি প্রায় পঞ্চান্নটি দেশ তাদের জনসংখ্যা কমিয়ে আনতে পারে প্রায় এক শতাংশ করে। কারণ ২০১০ সাল থেকে প্রায় ২৭টি দেশে আন্দাজ এক শতাংশ করে কমেছে জনসংখ্যা। এই জনসংখ্যা কমার পিছনে রয়েছে প্রজনন হারের হ্রাস এবং দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার মতো ঘটনা।

আরও পড়ুন: মমতার ছবি সিবিআই দফতরে, বড় পদক্ষেপের প্রস্তুতি

এই পঞ্চান্নটি দেশের মধ্যে চিনে প্রায় ২.২ শতাংশ জনসংখ্যা কমানো সম্ভব ২০৫০ সালের মধ্যে। একই সময়কালে, ভারতের ক্ষেত্রে প্রায় ২৭৩ মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং ২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অর্ধেকেরও বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে যে সব দেশে, এমন নয়টি দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত ।

প্রায় ১.২ বিলিয়ন (১২০ কোটি) বাসিন্দার দৌলতে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের শিরোপা পেতে পারে বলে মনে করা হচ্ছে। এর পরেই ১.১ বিলিয়ন জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে চিন, ৭৩৩ মিলিয়ন নিয়ে তৃতীয় স্থানে নাইজেরিয়া, ৪৩৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আনুমানিক ৪০৩ মিলিয়ন জনসংখ্যা নিয়ে পাকিস্তান।

India
Advertisment