প্রজাতন্ত্র দিবসে গর্জে উঠছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ। সিএএ-র প্রতিবাদে রবিবার দেশজুড়ে বিক্ষোভে শামিল হচ্ছে ক্যাথলিক চার্চ। প্রজাতন্ত্র দিবসে সংবিধান পাঠ করে সিএএ ইস্যুতে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্যাথলিক চার্চ। একইসঙ্গে ২৬ জানুয়ারি সংবিধান রক্ষা দিবস হিসেবে ঘোষণার ডাক দিয়েছে তারা।
দেশের সমস্ত ক্যাথলিক সংগঠনগুলিতে এ সম্পর্কে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে বিশপ ডি’সুজা জানিয়েছেন, ‘‘এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। সিএএ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বিতাড়িত করার প্রয়াসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে’’।
আরও পড়ুন: ফাঁসি দিতে প্রস্তুত তিহার, ‘শেষ সাক্ষাৎ ঠিক করুক আসামীরাই’
দেশের অন্যান্য শহরের মতো প্রজাতন্ত্র দিবসে কলকাতাতেও সিএএ বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানা যাচ্ছে। কলকাতার আর্চ বিশপ থমাস ডি’সুজা জানিয়েছেন, সিএএ-র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। যেহেতু ভারতীয় সংবিধানের সঙ্গে গভীর যোগসূত্র রযেছে প্রজাতন্ত্র দিবসের, তাই প্রতিবাদের জন্য এই দিনকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সিএএ প্রত্যাহারের দাবিতে দেশের নানা প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। নয়া নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এদেশে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এই আইনে মুসলিমদের কথার উল্লেখ নেই। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। যদিও মোদী সরকার বারংবার আশ্বাস দিয়ে জানিয়েছে, এই আইনের প্রভাব পড়বে না ভারতীয় মুসলিমদের জন্য।
Read the full story in English