নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশ জুড়ে যখন বৃদ্ধি পাচ্ছে, সে সময়েই কর্নাটকের বিজেপি মন্ত্রী সিটি রবি বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেছেন, সংখ্যাগুরুর যদি ধৈর্যহানি ঘটে তাহলে গোধরার মত পরিস্থিতি তৈরি হবে।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কর্ণাটক সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রবি বলেছেন, "এই সেই মানসিকতা যার জেরে গোধরায় রেল পোড়ানো হয়েছিল, করসেবকদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল... কারণ এখানে সংখ্যাগুরু সম্প্রদায় ধৈর্যশীল, আপনারা সর্বত্র আগুন জ্বালাবার চেষ্টা করছেন। আমার পরামর্শ, আপনারা একবার ফিরে তাকিয়ে দেখুন যদি আমাদের ধৈর্য হারায় তাহলে কী হতে পারে। আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা নয়। আমরাও দেখছি আপনারা কত সরকারি সম্পত্তি ধ্বংস করছেন আর রাজ্যে আগুন জ্বালাচ্ছেন।"
বৃহস্পতিবার মেঙ্গালুরুর কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ইউটি খাদের বলেন, মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা যদি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার চেষ্টা করেন, তাহলে কর্নাটক পুড়ে ছাই হয়ে যাবে।
আরও পড়ুন: ‘প্রতিবাদীদের সম্পত্তি নিলাম করে বদলা নেব’, হুমকি যোগীর
খাদের বলেন, "সোশাল মিডিয়া থেকে জানতে পেরেছি কর্নাটকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি মুখ্যমন্ত্রীতে সাবধান করছি, যদি এ আইন এখানে লাগু করা হয়, তাহলে কর্নাটক পুড়ে ছাই হয়ে যাবে।"
ইতিমধ্যে রবির প্রতিক্রিয়ার ভিডিও শুক্রবার ভাইরাল হয়েছে।
কংগ্রেস নেতা তথা গান্ধীনগর (বেঙ্গালুরু)-এর বিধায়ক দীনেশ গুন্ডু রাও মুখ্যমন্ত্রীর ভাষাকে উত্তেজক ভীতি প্রদর্শন ও হুমকি বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, "পুলিশের উচিত রবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং হেফাজতে নেওয়া। সাংবিধানিক পদে থেকে উনি এ ধরনের কথা বলতে পারেন না।"
মেঙ্গালুরু শহরে সোমবার পুলিশের গুলিতে সোমবার দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ২১ ডিসেম্বর পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।