করোনার ধাক্কায় রীতিমতো বেসামাল দেশের অর্থনীতি। সংক্রমণের ঢেউয়ে এবছর উৎসবের আনন্দ অনেকটাই ফিকে। তার মধ্য়েই নিউ নির্মাল জীবনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাল মোদী সরকার। উৎসবের মরশুমে খরচ ও চাহিদা বাড়ানোর লক্ষ্য়ে বোনাস ঘোষণা করল কেন্দ্র। ৩০.৬৭ লক্ষ নন-গেজেটেড কর্মী এতে উপকৃত হবেন। এজন্য় সরকারের খরচ হবে ৩,৭৩৭ কোটি টাকা।
এদিন এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, বিজয়াদশমীর আগেই বোনাস দিয়ে দেওয়া হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রোডাক্টিভিটি বোনাস হাতে পাবেন বিভিন্ন সরকারি বাণিজ্য়িক প্রতিষ্ঠানের ১৬.৯৭ লক্ষ নন-গেজেটেড কর্মী। রেল, পোস্ট অফিস, প্রতিরক্ষা, ইপিএও, ইএসআইসি-র মতো সংস্থার কর্মীরা এর আওতায় আসবেন। এছাড়া আরও ১৩.৭০ লক্ষ নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মীও বোনাস পাবেন।
উল্লেখ্য়, করোনা অতিমারীর জেরে এবার দেশের অর্থনীতি কার্যত তলানিতে। এই পরিস্থিতিতে এ বছর সরকারি কর্মীদের বোনাস দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। গত সপ্তাহেই বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্য়ে সরকারি কর্মীদের জন্য় এলটিসি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন