Advertisment

শর্ত মানল না রাফাল নির্মাতা সংস্থা, ভারতকে দেওয়া হল না প্রযুক্তি

ফের রাফাল নিয়ে নয়া ইস্যু উঠল সংসদে। ভারতের সঙ্গে চুক্তির শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রককে এখনও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে না রাফাল নির্মাতা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি সীমান্ত সমস্যাই বর্তমানে ভারতের জন্য মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই প্রতিরক্ষা ক্ষেত্রের ভিত শক্ত করতে রাফালের মতো বিমান কিনেছে ভারত। তা নিয়ে বহু অভিযোগও উঠেছিল। এবার ফের রাফাল নিয়ে নয়া ইস্যু উঠল সংসদে। সিএজি-এর তরফে জানাল হল ভারতের সঙ্গে চুক্তির শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রককে এখনও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে না রাফাল নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন।

Advertisment

বুধবার সংসদের বাদল অধিবেশনে সিএজি-এর পক্ষ থেকে বলা হয়, "দেখা গিয়েছে বিদেশি যুদ্ধসামগ্রী বিক্রেতারা তাঁদের পণ্য সরবরাহের জন্য এবং অর্ডার পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা এই চুক্তির শর্ত মানতে আগ্রহ দেখাননি।" প্রসঙ্গত, ২০১৬ সালে প্রায় ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই হয় ভারত ও ফ্রান্সের মধ্যে। এমনকী রাফাল চুক্তিতে অনিল অম্বানীর সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী এতে দুর্নীতির অভিযোগ তোলেন।

আরও পড়ুন, রাফাল ওড়াবেন এবার মহিলা পাইলট, চলছে প্রশিক্ষণ

রাফাল চুক্তি প্রসঙ্গে সিএজি তার রিপোর্টে জানিয়েছে, " ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে দাসো অ্যাভিয়েশন এবং এমবিডিএ-এ চুক্তি করেছিল তাঁরা ডিআরডিও-কে উন্নত মানের প্রযুক্তির ৩০ শতাংশ দেবে। কিন্তু সংসদের অধিবেশন শেষে সিএজি-র পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয় এখনও সেই প্রযুক্তি ভারতের হাতে তুলে দেয়নি সংস্থা।

জানা গিয়েছে, হালকা ওজনের যুদ্ধবিমানের জন্য কাবেরী নামক ইঞ্জিন তৈরি করতে এই প্রযুক্তিগত সাহায্য চেয়েছিল ডিআরডিও। চুক্তি মোতাবেক সেই প্রযুক্তি কবে দেওয়া হবে সে বিষয়েও এখনও কিছু জানান হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধির সঙ্গে সিএজির রিপোর্ট সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rafale
Advertisment