Advertisment

'অযোধ্যা উন্নয়ন প্রকল্পে' ঠিকাদারদের কোটি কোটির অযাচিত সুবিধার উল্লেখ CAG রিপোর্টে

অডিট রিপোর্ট অনুসারে, ঠিকাদারদের ১৯.৭৩ কোটি টাকার অযাচিত সুবিধা দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya development project, what is Ayodhya development project, CAG report on Ayodhya development project, Ayodhya ram temple, Swadesh Darshan scheme, Swadesh Darshan, Tourism Ministry, Indian Express, India news, current affairs

অযোধ্যা উন্নয়ন প্রকল্পে ত্রুটি ছিল, লোকসভায় তথ্য পেশ সিএজি-এর। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি তার রিপোর্টে এই ত্রুটিগুলি তুলে ধরেছে। অযোধ্যা উন্নয়ন প্রকল্প প্রায় ছয় বছর আগে কেন্দ্রের 'স্বদেশ দর্শন' প্রকল্পের অধীনে আনা হয়। সিএজি ২০১৫ জানুয়ারি থেকে ২০২২-এর মার্চ পর্যন্ত 'স্বদেশ দর্শন প্রকল্পের' কর্মক্ষমতা নিরীক্ষণ করেছে। বুধবার লোকসভায় এই 'অডিট রিপোর্ট' পেশ করা হয়। অডিট রিপোর্টে বলা হয়েছে যে ছয়টি রাজ্যে ছয়টি প্রকল্পে ঠিকাদারদের ১৯.৭৩ কোটি টাকার অযাচিত সুবিধা দেওয়া হয়েছিল।

Advertisment

সিএজি অযোধ্যা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৮.২২ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয়কেও নির্দেশ করেছে। প্রতিবেদনে প্রকল্পের প্রথম দিকে মনিটরিং ব্যবস্থার অভাবকেও ইঙ্গিত করা হয়েছে। অযোধ্যা উন্নয়ন প্রকল্পে ৩৩৬২ কোটি টাকার অনিয়মের ইঙ্গিত দিয়েছে সিএজি। আবগারি দফতরের অনিয়মের কারণে ১২৭৬কোটি টাকা লোকসানের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আশ্চর্যের বিষয় ইউপি সরকারের এমন অনেক বিভাগ রয়েছে যারা কেবল ২-৪ বছর নয়, ২১ বছর ধরে তাদের প্রতিবেদন জমা দেয়নি। বর্তমানে, সিএজি রিপোর্টে এটিও বলা হয়েছিল যে ৫ টি বিভাগ রয়েছে যেখানে প্রশাসনিক অবহেলার কারণে ৩৬৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অর্থাৎ এই টাকার হিসাব পাওয়া যায়নি।

অযোধ্যা প্রকল্পে অনিয়মের বিষয়ে সিএজি লোকসভায় রিপোর্ট পেশ করেছে। সিএজি (কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) বলেছে যে অযোধ্যায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম পাওয়া গেছে। এইসব অনিয়মের কারণে ঠিকাদাররা লাভবান হয়েছেন। সিএজি ২০১৫ জানুয়ারি থেকে ২০২২-এর মার্চ পর্যন্ত 'স্বদেশ দর্শন' প্রকল্পের একটি অডিট পরিচালনা করেছে। বুধবার লোকসভায় পেশ করা অডিট রিপোর্ট অনুসারে, ঠিকাদারদের ১৯.৭৩ কোটি টাকার অযাচিত সুবিধা দেওয়া হয়েছিল।

CAG
Advertisment