Advertisment

রোহিঙ্গা দম্পতিকে ভারত থেকে বিতাড়িত করা যাবে না, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

রাজ্য সরকারকে কোর্টের নির্দেশ, বেঁচে থাকতে গেলে ওই দম্পতির যে ন্যূনতম সুযোগ-সুবিধার প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
highcourt, হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট।

রোহিঙ্গা দম্পতিকে এই দেশে থেকে বিতাড়িত করা যাবে না। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বন্দি উদ্বাস্তু রোহিঙ্গা দম্পতিকে মায়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ। মানবিকতা বিবেচনা করেই আদালতের এই নির্দেশ বলে জানানো হয়েছে। এছাড়া, রাজ্য সরকারকে কোর্টের নির্দেশ, বেঁচে থাকতে গেলে ওই দম্পতির যে ন্যূনতম সুযোগ-সুবিধার প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে।

Advertisment

২০১৭ সালে ভারতে প্রবেশ করে আব্দুর সুকুর ও আনোয়ারা বেগম নামে রোহিঙ্গা দম্পতি। তারাই কোর্টে ভারতে থাকতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ। গত দু'বছরেরও বেশি সময় ধরে ভারতে অনুপ্রবেশের অপরাধে দমদম জেলে বন্দি রয়েছেই এরা। কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারির মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে এফিডেবিট দিতে বলা হয়েছে। আবেদনকারীকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৭ জানুয়ারির মধ্যে। এই মামলার পরবর্তী শুনানি ২০ জানুয়ারি।

আরও পড়ুন:  রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরানোয় কী কী সমস্যা হচ্ছে?

কলকাতচা হাইকোর্টের নির্দেশ বলা হয়েছে, ভারতীয় সংবিধান, রাষ্ট্রসংঘের নীতি মাথায় রেখে, 'আবেদনকারী দম্পতির চরম দুর্দশার কথা দেখে ও মানবাধিকার বিবেচনা করে এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রোহিঙ্গাদের নিয়ে তদন্ত চলছে। তাছাড়া ইউনাইটেড নেশন হাইকমিশনর ফর রিফিউজি এই দম্পতিকে উদ্বাস্তু ঘোষণা করে পরিচয়পত্র দিয়েছে। আপাতত এদেশ থেকে রোহিঙ্গা দম্পতিকে বিতাড়িত করা যাবে না ও রাজ্য সরকারকে তাদের বেঁচে থাকার ন্যূনতম সুযোগ-সুবিধা ককরে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকবে।'

৬৪ পাতার আবেদনে বন্দি রোহিঙ্গা দম্পতি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তাদের উপর অত্যাচার হতে পারে। ফলে তারা আর মায়ানমারে ফিরতে রাজি নন। দম্পতির আইনজীবী ইন্দ্রজিৎ দে কোর্টে জানিয়েছেন, 'ওই দম্পতিকে মায়ানমারে তাড়িয়ে দেওয়ার অর্থ মৃত্যুদণ্ডের সমতুল্য।'

Read the full story in English

Rohingya kolkata highcourt
Advertisment