Advertisment

মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন, হুলস্থূল কাণ্ড...

এয়ার ইন্ডিয়ার বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন

author-image
IE Bangla Web Desk
New Update
Snake found in cargo hold of plane, snake found on plane, air india express snake, snake on air india express, flights latest, air india international flights, Dubai- Karipur Air India service, snake spotted on flight, latest news

মাঝ আকাশেই বিমানে আগুন। আবু ধাবি থেকে কালিকট যাওয়ার এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন ঘিরে হুলস্থূল পরিস্থিতি তৈরি হয়। বিমানের ইঞ্জিনের আগুনের শিখা প্রথম নজরে পড়ে পাইলটের। তড়িঘড়ি বিমানটিকে আবুধাবি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়।

Advertisment

এয়ার ইন্ডিয়ার বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লাগার ঘটনা ঘটে বলেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। বিমানবন্দর সূত্রের খবর ইঞ্জিনে আগুন দেখেই বিমানটিকে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা সকল যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে বলেছে আরোহণের সময় সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উচ্চতায় বিমানের ইঞ্জিনে আগুনের শিখা দেখতে পেয়েই পাইলট বিমানটিকে আবু ধাবি বিমানবন্দরে ফিরিয়ে আনেন। সকলকেই নিরাপদে বের করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Air India
Advertisment