ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে ফের সরব হলেন রাহুল গান্ধী। 'কোনও চিনা সৈনিক ভারতে ঢোকেননি, একথা নিশ্চিত করে জানাতে পারবে সরকার?' মোদী সরকারের দিকে এ প্রশ্নই এদিন তাক করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য়, মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, পূর্ব লাদাখে বিপুল সংখ্য়ক চিনা সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে সবরকম পদক্ষেপ করেছে ভারত।
এদিন টুইটারে একটি সংবাদমাধ্য়মের প্রতিবেদন শেয়ার করেছেন রাহুল। সীমান্তে জট কাটাতে আগামী ৬ জুন দু'দেশের সামরিক কর্তারা বৈঠকে বসছেন, এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ। উল্লেখ্য়, ওই বৈঠকের কথা মঙ্গলবারই জানিয়েছিলেন রাজনাথ সিং।
আরও পড়ুন: পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চিন: রাজনাথ
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে সবটা জানাক কেন্দ্র সরকার, এ দাবিই করেছেন রাহুল। সোনিয়া পুত্র বলেছেন, ঠিক কী ঘটেছে, তা জানানো হোক গোটা দেশকে। সরকারের নীরবতায় অনেক জল্পনা বাড়ছে বলেও তিনি মন্তব্য় করেছেন। এ প্রসঙ্গে রাহুল বলেছিলেন, ''চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা অনেক জল্পনা বাড়াচ্ছে''। এ ইস্য়ুত সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে কংগ্রেস।
প্রসঙ্গত, লাদাখ ও সিকিম এলাকায় অচলাবস্থা তৈরি হয়। গত ৫ মে প্য়াংগং সো লেক এলাকায় ভারত-চিন সেনার মধ্য়ে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জখম হয়েছে উভয়পক্ষই। গত ৯ মে সিকিম সেক্টরে নাকু লা পাসের কাছে মুখোমুখি ভাবে অবস্থান করেন প্রায় ১৫০ ভারতীয় ও চিনা সেনা জওয়ানরা। উভয়পক্ষের ১০ জন সৈনিক জখম হন এ ঘটনায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন