Advertisment

ট্রুডোর কানাডায় প্রথমবার বিপজ্জনক তকমা খলিস্তানি জঙ্গিগোষ্ঠীর

বব্বর খালসা ইন্টারন্যাশনাল, দ্য ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের মতো শিখ গোষ্ঠীগুলির উপর আগে থেকেই নজর ছিল কানাডার। ওই গোষ্ঠীগুলিকে জঙ্গি গোষ্ঠী হিসেবেই তালিকাভুক্ত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
trudeau, ট্রুডো

জাস্টিন ট্রুডো। ছবি: টুইটার

খলিস্তানি জঙ্গিদের কোণঠাসা করতে বড়সড় পদক্ষেপ করল কানাডা। ‘শিখ চরমপন্থী’রা সে দেশের নিরাপত্তার পক্ষে ‘বিপজ্জনক’, সম্প্রতি এমনই পর্যবেক্ষণ জাস্টিন ট্রুডো সরকারের। তাই বিপজ্জনক গোষ্ঠীর তালিকায় এবার শিখ চরমপন্থীদের নাম জুড়ল কানাডা সরকার। উল্লেখ্য, খলিস্তানি জঙ্গিদের নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে ভারত। শেষমেশ খলিস্তানি জঙ্গিদের নিয়ে কানাডার এমন পদক্ষেপে ভারত সরকার অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

কানাডা সরকারের একটি রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে সে দেশের কয়েকজন নাগরিক খলিস্তানিদের সাহায্য করছেন। সুন্নি ইসলামিক চরমপন্থা, দক্ষিণপন্থী চরমপন্থা, শিয়া চরমপন্থায় দিক্ষীত সংগঠনগুলিকে কানাডার বহু নাগরিকই অর্থ সাহায্য করছেন। সেজন্য বব্বর খালসা ইন্টারন্যাশনাল, দ্যা ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের মতো শিখ গোষ্ঠীগুলির উপর আগে থেকেই নজর ছিল কানাডা প্রশাসন। শেষ পর্যন্ত ওই গোষ্ঠীগুলিকে জঙ্গি গোষ্ঠী হিসেবেই তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন, দেশকে পাকিস্তান বানাতে দেওয়া যাবে না: হাইকোর্ট

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খলিস্তানি আন্দোলনের সমর্থনে গোটা দুনিয়ায় যেভাবে হামলা হয়েছে, সেই হামলাকে সমর্থন না জানালেও এ ধরনের চরমপন্থী গোষ্ঠীগুলোর মতাদর্শকে আজও বহু মানুষ সমর্থন জানিয়ে আসছে।

প্রসঙ্গত, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গিদের ‘বাড়বাড়ন্ত’ নিয়ে বরাবরই উদ্বিগ্ন দিল্লি। এ নিয়ে বহুবার কানাডা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। চলতি বছরের শুরুতেও জাস্টিন ট্রুডোর ভারত সফরের সময় দু’দেশের আলোচনার প্রধান বিষয় ছিল এটিই। তবে ট্রুডোর দল বরাবরই খলিস্তানিদের ‘প্রচ্ছন্ন সমর্থন’ জানিয়ে আসছিল বলে মনে করে ভারত। ফলে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিস্তান ইস্যুই তুলেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

উল্লেখ্য, ট্রুডোর ভারত সফরে বিতর্কও তৈরি হয়েছিল। একটি শিখ বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য যশপাল অটওয়ালের সঙ্গে ফ্রেমবন্দী হন ট্রুডোর স্ত্রী। কানাডা হাই কমিশনের একটি অনুষ্ঠানে যশপালকে আমন্ত্রণও জানানো হয় বলে খবর ছড়ায়। এ নিয়েই জোর বিতর্ক বাঁধে দেশে।

Read the full story in English

International news national news
Advertisment