Advertisment

উদ্ধারকার্য খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে নবীন পট্টনায়েক, কঠিন সময়ে ভারতের পাশে কানাডা-নেপাল-তাইওয়ান

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল শনিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
coromandel express train accident, coromandel train acident in odisha, coromandel odisha train accident, coromandel train derails in odisha, coromandel express accident,coromandel express derails, coromandel express accident, odisha news, odisha train accident news, coromandel express, coromandel express accident, coromandel express accident news, coromandel express latest news, coromandel express route, coromandel express 12841, coromandel express 12841 route, coromandel express 12841 running status, coromandel express train number, coromandel express chennai to howrah, coromandel express 12841 running status, coromandel express latest updates, odisha train accident, chennai to howrah trains, chennai to howrah coromandel express

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে জারি মৃত্যুমিছিল, হাহাকার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এর মাঝেই ভয়াবহ ট্রেনদুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। তিনি শোক প্রকাশ করে লিখেছেন, ‘শুক্রবার বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি আমার গভীর সমবেদনা। তাদের আত্মার শান্তি কামনা করি’।

Advertisment

পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল শনিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় লিখেছেন, “ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় আমি দুঃখিত। আমি ভারত সরকার এবং শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই”। এই কঠিন সময়ে, কানাডা ভারতের পাশে রয়েছে,”।

মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানও। উদ্ধারকার্য খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শুক্রবার রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার বালেশ্বরের দুর্ঘটাস্থলে সাতসকালেই পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর সঙ্গে ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও।

তিনি ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই রেলের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে”। তিনি আরও বলেন, “কীভাবে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনই মন্তব্য করা সঠিক নয়। রেলের তরফে কোন গাফিলতি ছিল কিনা তা এখনই বলা যাবে না। আপাতত আহতদের উদ্ধার ও তারা যাতে সঠিক চিকিৎসাটুকু পায় তার দিকেই নজর দেওয়া হচ্ছে। দুর্ঘটনা নিয়ে কোন ধরণের রাজনীতি করা উচিত নয়। মানুষের আবেগ আমাদের অগ্রাধিকার,”।

এদিকে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে স্থগিত করা হল কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তিরসকল অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পরিস্থিতি ততই ভয়াবহ হয়েছে। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। কিন্তু তাতেও দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির মধ্যে থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই অনুমান। ফলে উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই হাত মিলিয়েছে সেনাবাহিনী।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক ট্যুইট বার্তায় এই তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উদযাপন সহ সমস্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে’। পাশাপাশি তিনি দুর্ঘটনাইয় নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ভয়াবহ দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেম্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। বাংলা থেকে সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে জানিয়েছেন যে, মৃতদের পরিবার ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আঘাতপ্রাপ্তরা ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

Train Accident
Advertisment