Advertisment

Trudeau on Nijjar killing: 'তদন্ত চলছে, ৩ জনের গ্রেফতারিতেই তা সীমাবদ্ধ নয়', নিজ্জর খুনে ফের ভারত-কানাডা সংঘাত চরমে

খালিস্তান বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যায় অভিযুক্ত জন্য তিন ভারতীয় নাগরিককে গ্রেফাতারির দু'দিনের মাথায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি একাধিকবার নিজ্জর হত্যায় নয়াদিল্লির ভূমিকা নিয়ে সরব হয়েছেন, বলেছেন, "তদন্ত এখনও শেষ হয় নি" শুধুমাত্র তিনজনের গ্রেফতারির মধ্যেই তদন্ত সীমাবদ্ধ নেই।"

author-image
IE Bangla Web Desk
New Update
canada PM on nijjar killing

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 4 মে, 2024, কানাডার টরন্টো, অন্টারিওতে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে কানাডার শিখ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শতবর্ষী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। (ছবি: রয়টার্স)

খালিস্তান বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যায় অভিযুক্ত জন্য তিন ভারতীয় নাগরিককে গ্রেফাতারির দু'দিনের মাথায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি একাধিকবার নিজ্জর হত্যায় নয়াদিল্লির ভূমিকা নিয়ে সরব হয়েছেন, বলেছেন, "তদন্ত এখনও শেষ হয় নি" শুধুমাত্র তিনজনের গ্রেফতারির মধ্যেই তদন্ত সীমাবদ্ধ নেই।" পাশাপাশি ট্রুডো উল্লেখ করেন, কানাডায় "আইনের শাসন রয়েছে"।তিনি শিখ সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন 'কানাডায় নিপীড়ন কোন ভাবেই সহ্য করা হবে না'।

Advertisment

ট্রুডো উল্লেখ করেছেন যে কানাডার শিখ সম্প্রদায়ের অনেকেই নিজ্জার হত্যার পরে সেদেশে নিজেদের নিরাপত্তার অভাব বোধ করছেন। তিনি বলেন, "প্রতিটি কানাডিয়ানেরই কানাডায় বৈষম্য ও হিংসা থেকে নিরাপদে ও মুক্তভাবে বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে।"

শুক্রবারই নিজ্জর খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তিন ভারতীয় নাগরিককে। করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) এবং করণপ্রীত সিং (২৮) তিন জনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে৷

এদিকে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বলেছেন যে কানাডায় নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে যা ঘটছে তা বেশিরভাগই তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে ঘটছে এবং ভারতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা ফের বাড়ছে। এই ঘটনায় সম্প্রতি তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, 'কানাডা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, সেদেশে একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে'।

শনিবার টরন্টোতে শিখ ঐতিহ্য উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রুডো। এ সময় তিনি তিন জনের গ্রেফতারি সম্পর্কে বলেন, 'এটি গুরুত্বপূর্ণ কারণ কানাডা একটি আইনের শাসন রয়েছে। পাশাপাশি এদেশে একটি শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে কানাডার নাগরিকদের সুরক্ষা প্রদান করা সরকারের একটি মৌলিক অঙ্গীকার।

গত বছরের সেপ্টেম্বরে ৪৫ বছর বয়সী খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নিজ্জার হত্যায় ট্রুডোর সম্ভাব্য ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে, ভারত ট্রুডোর অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। কানাডিয়ান পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্রুপের সদস্য।

India-Canada
Advertisment