কানাডায় বিস্ফোরণে কেঁপে উঠল ভারতীয় রেস্তোরাঁ। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। রাত সাড়ে ১০টার পর টরন্টোর মিসিসাউগা এলাকায় বম্বে ভেল নামের রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটে বলে পিল পুলিশ সূত্রে জানানো হয়েছে। রেস্তোরাঁর মধ্যে দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ওই দুই সন্দেহভাজনের ছবি ইতিমধ্যেই প্রকাশ করেছে পুলিশ। বিস্ফোরণের সময় রেস্তোরাঁর মধ্যে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই রেস্তোরাঁটি ঘিরে ফেলে পুলিশ। আপাতত রোস্তোরাঁ খালি করে বিস্ফোরণের তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।
src="https://www.youtube.com/embed/iHPi8IpSsWQ" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
আরও পড়ুন, টরন্টোয় ভয়াবহ গাড়ি হামলায় নিহত ১০, জখম আরও ১৫
ওই ভারতীয় রেস্তোরাঁয় improvised explosive device (IED) বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ঠিক একমাস আগে টরন্টোয় ভিড়ের মধ্যে আচমকা গাড়ির হামলায় নিহত হন কমপক্ষে ১০ জন, জখম হন আরও ১৫ জন। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।