Advertisment

Republic Day 2024: চরম কূটনৈতিক বিরোধের মাঝেও ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ট্রুডোর দেশের

ভারতে কানাডার হাই কমিশন শুক্রবার ৭৫ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে অভিনন্দন জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Canada wishes India on Republic Day

ভারতে কানাডার হাই কমিশন শুক্রবার ৭৫ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে অভিনন্দন জানিয়েছে।

চরম কূটনৈতিক বিরোধের মধ্যে ভারতকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে কানাডা। ভারতে কানাডার হাই কমিশন শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে অভিনন্দন জানিয়েছে।

Advertisment

ভারতে কানাডার হাই কমিশন শুক্রবার ৭৫ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে অভিনন্দন জানিয়েছে। X-এ (আগের টুইটার) পোস্ট করা বার্তায় ভারতকে প্রজাতন্ত্র দিবসের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে কানাডার হাইকমিশন লিখেছেন "প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।" হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় পোস্টটি শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য কানাডা ২০১৯ এবং ২০২১ সালে শেষ দুটি সাধারণ নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করতে চলেছে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে কয়েক মাস ধরে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও কানাডা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ১৮ জুন খালিস্তানি সন্ত্রাসবাদী নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের "সম্ভাব্য" জড়িত থাকার বিষয়ে জাস্টিন ট্রুডোর অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক ক্রমশই তলানিতে ঠেকে।

নারীশক্তির দাপট দিল্লির রাজপথে: < Republic Day 2024: শঙ্খধ্বনিতে শুরু কুচকাওয়াজ, কর্তব্য পথে ‘নারী শক্তির’ ঝলক চমকে দেবে!  >

ভারত ট্রুডোর অভিযোগকে "অযৌক্তিক" এবং "প্রণোদিত" বলে প্রত্যাখ্যান করেছে। নিজ্জারকে ২০২০ সালে ভারত সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছিল।

Canada Republic Day
Advertisment