হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে বাতিল ২ হাজারের বেশি লাইসেন্স

মুম্বই ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে ২ হাজার ৪৪৬ টি লাইসেন্স আটক করেছে।

মুম্বই ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে ২ হাজার ৪৪৬ টি লাইসেন্স আটক করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাতিল করা হয়েছে ২ হাজারের বেশি লাইসেন্স।

শহরের বেশিরভাগ বাইক চলছে লাইসেন্স ছাড়াই! অর্ধেকের বেশি চালকের মাথায় নেই হেলমেট। পুলিশের কাছে এমন অভিযোগ আসছিল অনেকদিন থেকেই। এবার সরাসরি অভিযানে নামল পুলিশ। আটক করা হল প্রায় ৪০ টি বাইক। বাতিল করা হয়েছে ২ হাজারের বেশি লাইসেন্স।

Advertisment

লাইসেন্স ছাড়া বাইক চালানোর প্রবণতা বাড়তে থাকায় চোখ কপালে পুলিশের। কোনও রকম দুর্ঘটনা বা কোনও সমস্যা তৈরি হলে অথবা বাইক চুরি হলে লাইসেন্স না থাকায় কোনও সুবিধা পাবে না চালক। তাহলে ঝুঁকি নিয়ে কেন এই বাইক আরোহন? সঠিক কোন উত্তর নেই বাইক চালক থেকে প্রশাসনের কাছে।

সেই সঙ্গে চালকদের মধ্যে কমেছে লাইসেন্স তৈরির প্রবনতাও। মুম্বই ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে ২ হাজার ৪৪৬ টি লাইসেন্স আটক করেছে। এর পাশাপাশি হেলমেট পড়ার গুরুত্ব সম্পর্কে ১হাজার ৯৪৭ জনকে পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন: একদিনে প্রায় দ্বিগুণ সংক্রমণ, মৃত্যু বাড়ল বহুগুণ, ক্রমশ জোরালো করোনার থাবা

এর সঙ্গেই বেপোরোয়া বাইক চালানোর দায়ে ২ হাজারের বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অপ্রয়োজনীয় হর্ন বাজানোর জন্য ২০০ জনের কাছ থেকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

Read full story in English

Mumbai traffic police cancel licence