করোনার সঙ্গে ক্যান্সারের সম্পর্কটা কী? স্পষ্ট করলেন রামদেব, দাবি ঘিরে অবাক বিশেষজ্ঞরাও

শনিবার তিনি দাবি করেন, কোভিড-১৯ অতিমারির পরে দেশ জুড়ে ক্যান্সারের ঘটনা বেড়েছে।

শনিবার তিনি দাবি করেন, কোভিড-১৯ অতিমারির পরে দেশ জুড়ে ক্যান্সারের ঘটনা বেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yoga guru Ramdev

যোগগুরু রামদেব

কোভিডের পর বেড়েছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। মানুষজন তাঁদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হারিয়েছেন। আবারও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে যোগগুরু বাবা রামদেব। শনিবার তিনি দাবি করেন, কোভিড-১৯ অতিমারির পরে দেশ জুড়ে ক্যান্সারের ঘটনা বেড়েছে।সেই সঙ্গে তিনি বলেন, মানুষজন তাঁদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হারিয়েছেন। তবে রামদেব বাবার দাবি উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বলেছেন এই দুটির মধ্যে এখনও পর্যন্ত কোনও সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। ক্যান্সারের ঘটনা এমনিতেই বার্ষিক পাঁচ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

Advertisment

যোগ গুরু বাবা রামদেব শনিবার দাবি করেছেন যে কোভিড -১৯ মহামারীর পরে দেশে ক্যান্সারের ঘটনা বেড়েছে। পতঞ্জলি যোগ সমিতি গোয়ার মারিমার সৈকতে একটি তিন দিনের যোগ শিবিরের আয়োজন করে, যেখানে বাবা রামদেব শনিবার ভোরে একটি সমাবেশে ভাষণ দেন বাবা রামদেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। তিনি আরও বলেন  ভারত যেন বিশ্বব্যাপী সুস্থতার কেন্দ্র হয়ে ওঠে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং আমার স্বপ্ন যে গোয়া সুস্থতার কেন্দ্র হয়ে উঠুক।

পর্যটকদের কেবল ঘোরা খাওয়া বেড়ানোর জন্য নয়, রক্তচাপ, সুগার, থাইরয়েড, ক্যান্সার এবং অন্যান্য রোগের চিকিত্সার জন্যও গোয়া আসা উচিত। তিনি আশা প্রকাশ করেন, গোয়া যোগ, আয়ুর্বেদ, সনাতন এবং আধ্যাত্মিকতার পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। তিনি আরও বলেন, জীবন মানে শুধু খাওয়া- দাওয়া, পাওয়া, আমোদ-প্রমোদ নয়।

Advertisment

আরও পড়ুন: < জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় কাঠগড়ায় পুলিশ, ধৃতের বয়ান ঘিরে তুঙ্গে চর্চা >

এদিকে রামদেবের মন্তব্যের পর মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছিলেন যে রাজ্য সরকার গোয়াকে যোগভূমিতে পরিণত করতে করতে সম্ভাব্য সব রকম সহায়তা প্রদান করবে। এরপর তিনি সমুদ্র সৈকতে কিছু সময় কাটিয়ে সেখানে বালির তৈরি শিবলিঙ্গের পূজা-অর্চনা করেন।

Ramdev cancer COVID-19