scorecardresearch

বড় খবর

বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যানসার! কী আপডেট দিলেন চিকিৎসকরা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে সামনে এসেছে বড় আপডেট।

joe biden, joe biden cancer, joe biden health, joe biden news, biden, biden news, biden health, jill biden, beau biden, india, world news, us news"

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বুকের ‘ক্ষত’! ক্যান্সার ধরা পড়ায় চরম আতঙ্ক। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রেসিডেন্টের বুকের ক্ষত ক্যানসারে পরিণত হয়েছিল। চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে বুকের চামড়ার একটি অংশকে বাদ দেন। আপাতত প্রেসিডেন্ট বাইডেন সম্পুর্ণ সুস্থ রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে সামনে এসেছে একটি বড় আপডেট।  বাইডেনের বুকে একটি ক্ষত ক্যান্সারে রূপ নিচ্ছিল, এই ক্ষতটি সফলভাবে অপারেশন করে অপসারণ করা হয়েছে। চিকিৎসকদের দাবি, এখন আর কোন আশঙ্কা নেই প্রেসিডেন্টের। নিয়মিত চেকআপের সময় ধরা পড়ে বাইডেনের দেহে বাসা বেঁধেছে মারণ ক্যানসার। তড়িঘড়ি যাবতীয় পরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ফেব্রুয়ারিতেই হয় এই অস্ত্রোপচার। আপাতত সুস্থ আছেন তিনি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের চিকিৎসক ডাঃ কেভিন ও’কনর শুক্রবার (৩ মার্চ) জানিয়েছেন যে বাইডেনের বুক থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হয়েছে ‘ক্ষতটিকে’। এখন কোন ধরনের বিপদের প্রশ্নই ওঠে না বলে ও দাবি করেছেন এই চিকিৎসক। তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এখন পুরোপুরি ফিট।

তবে প্রেসিডেন্ট বাইডেনকে আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করি প্রেসিডেন্টের ভবিষ্যতে কোন ধরনের চিকিৎসার প্রয়োজন হবে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি বাইডেনের নিয়মিত মেডিকেল চেকআপ হয়। এদিনই হয় অস্ত্রোপচার।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Cancerous lesion removed from joe bidens chest heres what his doctor said