Advertisment

দ্বিতীয় ঢেউয়ে সব মৃত্যুই চিকিৎসায় গাফিলতি নয়: সুপ্রিম কোর্ট

Supreme Court: 'দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব গোটা দেশেই পড়েছিল। তাই চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু এমনটা কোর্টের পক্ষে অনুমান করা সম্ভব নয়।‘

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID 19 omicron cases 18 february 2022

করোনার তৃতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

Supreme Court: করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সব মৃত্যু চিকিৎসার গাফিলতির জন্য হয়েছে। এমনটা ধরে নিতে পারে না আদালত। বুধবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পাশাপাশি। সেই মামলায় ক্ষতিপূরণের আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। দ্বিতীয় ঢেউয়ে মৃতদের পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের হয়েছিল। চিকিৎসায় গাফিলতির কারণেই সেই মৃত্যু। এমনটাই অভিযোগ তোলা হয় মামলায়।  

Advertisment

আবেদনকারী দীপক রাজের দায়ের মামলা খারিজ করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছে, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে গিয়ে সুপারিশ করুন আবেদনকারী।‘ এই বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি বিক্রম নাথ এবং হিমা কোহলি।

আবেদনে উল্লেখ করা অভিযোগ তুলে ধরে আদালত বলেছে, 'করোনার দ্বিতীয় ঢেউয়ে সব মৃত্যুই গাফিলতির কারণে হয়েছে। এই সম্ভাবনা আদালত ধরে নিতে পারে না। দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব গোটা দেশেই পড়েছিল। তাই চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু এমনটা কোর্টের পক্ষে অনুমান করা সম্ভব নয়।‘

ইতিমধ্যেই ৩০ জুন শীর্ষ আদালত একটি রায় দিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থাকে সেই রায়ে আগামি ৬ মাসের মধ্যে একটি স্পষ্ট গাইডলাইন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে কীভাবে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া সম্ভব, তার দিশা উল্লেখ করতে হবে। এদিনের জনস্বার্থ মামলা খারিজ করে সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করেছে শীর্ষ আদালত।

বিচারপতিদের মন্তব্য, ‘যেহেতু এই মামলা মে মাসে দায়ের হয়েছে, মাঝে একাধিক ঘটনাপ্রবাহ ঘটেছে। তাই আপনি এই মামলা তুলে নিয়ে হলফনামায় সংশোধন আনুন। যদি কোনও সুপারিশ থাকে, সেটা জুড়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আবেদন করুন।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Corona India
Advertisment