আধাসামরিক বাহিনীর ক্যান্টিনে এবার শুধুমাত্র দেশীয় সামগ্রী: শাহ

দেশজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যত ক্যান্টিন রয়েছে, সর্বত্র দেশীয় সামগ্রী বিক্রি করা হবে। আগামী ১ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

দেশজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যত ক্যান্টিন রয়েছে, সর্বত্র দেশীয় সামগ্রী বিক্রি করা হবে। আগামী ১ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

অমিত শাহ, ফাইল ছবি।

করোনা পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভর করে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশি করে দেশের সামগ্রী ব্য়বহারের পরামর্শ দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর এহেন বার্তার পরই বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, আধা সামরিক বাহিনীর ক্য়ান্টিনগুলোতে শুধুমাত্র দেশীয় সামগ্রী বিক্রি করা হবে।

Advertisment

দেশজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যত ক্য়ান্টিন রয়েছে, সর্বত্র দেশীয় সামগ্রী বিক্রি করা হবে। আগামী ১ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ আরও জানিয়েছেন, প্রায় ১০ লক্ষ আধা সামরিক বাহিনীর কর্মীর প্রায় ৫০ লক্ষ পরিবার দেশীয় সামগ্রী ব্য়বহার করবেন।

Advertisment

আরও পড়ুন: এক নজরে মোদীর আর্থিক প্যাকেজ: আয়কর জমার সময়সীমা বাড়ল, ক্ষুদ্র-মাঝারি-অতিক্ষুদ্র শিল্পে ৩ লক্ষ কোটির ঋণ, ১২% নয় ১০% ইপিএফ, টিডিএস-টিসিএসে ২৫% কাটছাঁট

এদিন টুইটারে অমিত শাহ লিখেছেন, ''যদি সমস্ত ভারতীয় স্বদেশী সামগ্রী ব্য়বহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে ৫ বছরে আত্মনির্ভর হতে পারবে দেশ''।

উল্লেখ্য়, বছরে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার সামগ্রী বিক্রি করে থাকে আধা সামরিক বাহিনীর ক্য়ান্টিনগুলি।

দেশকে আত্মনির্ভর গড়ে তুলতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটির বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মোদী বলেন, ”দেশ ৫টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। এগুলি হল অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্র্য়াফি, চাহিদা”।

Read the full story in English

national news