scorecardresearch

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষার প্রশ্নপত্র এবার বাংলাতেই, বিরাট সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের  

বাংলা ছাড়াও আরও ১৪টি ভাষায় প্রশ্নপত্র।

Union Ministry of Home Affairs approves CAPF constable exam in regional languages, Union home minister amit shah, Tamil Nadu CM MK Stalin
বাংলা ভাষাতেই এবার থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা! বিরাট সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

ভাষা বিরোধের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণকের বড় সিদ্ধান্ত, এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষা মোট ১৫টি ভাষায়। CRPF নিয়োগ পরীক্ষা নিয়ে চলমান ভাষা বিতর্কের মধ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩ টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (GD) CAPF পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

CRPF নিয়োগ পরীক্ষা নিয়ে চলমান ভাষা বিতর্কের মধ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) ১৩টি আঞ্চলিক ভাষা ছাড়াও কনস্টেবল (GD) CAPF পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দি ও ইংরেজি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সিএপিএফ অর্থাৎ দিল্লি পুলিশ সহ সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) নিয়োগের প্রযোজ্য হবে। এর ফলে বিভিন্ন রাজ্যের যুবকরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রণ করতে পারবে বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সিআরপিএফ নিয়োগের ভাষা বিতর্ক:

এই সপ্তাহের শুরুতে, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার একাধিক রাজনৈতিক নেতা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) তে ৯হাজারের বেশি শূন্যপদ নিয়োগের পরীক্ষায় শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি ভাষার ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার এই বিতর্কের অবসান ঘটিয়ে নতুন নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, এখন থেকে সমস্ত পরীক্ষা আঞ্চলিক ভাষায়ও অনুষ্ঠিত হবে।

১ লা জানুয়ারী, ২০২৪ থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে। হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর লক্ষাধিক পরীক্ষার্থী তাদের আঞ্চলিক ভাষায় পরীক্ষায় বসতে পারবে।

হিন্দি এবং ইংরেজি ছাড়াও অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Capf constable exam to be held in 13 regional languages hindi and english mha