আধাসামরিক বাহিনীতে ৮৩ হাজারেরও বেশি পদ শূন্য, সর্বোচ্চ শূন্যপদ সিআরপিএফ-এ, নিয়োগ সংক্রান্ত তথ্য পেশ করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPFs) এবং আসাম রাইফেলসের শীর্ষকর্তাদের(D-Gs) মোট কাছে মোট শূন্যপদের বিবরণ চেয়ে পাঠিয়েছে। সেই সঙ্গে শূন্যপদ পূরণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে বর্তমানে আধাসামরিক বাহিনীতে ৮৩ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। শূন্যপদের তালিকায় রয়েছে গেজেটেড আধিকারিক পদও। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং আসাম রাইফেলসের ডিজিকে (এআর) গত সপ্তাহে পাঠানো একটি চিঠিতে মোট শূন্যপদের বিবরণ প্রকাশের কথা বলা হয়েছে। ৮৩, ১২৭টি শূন্যপদের মধ্যে মধ্যে, দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ২৯,২৮৩ শূন্যপদ রয়েছে, তারপরে শূন্যপদের নিরিখে রয়েছে বিএসএফ। বিএসএফে শূন্যপদের সংখ্যা ১৯,৯৮৭ এবং সিআইএসএফ-এ শূন্যপদের সংখ্যা ১৯,৪৭৫।
চলতি মাসের শুরুতেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় এক বিবৃতিতে জানিয়েছেন, শূন্যপদগুলি পূরণের জন্য ‘মিশন মোডে’ CAPF-তে নিয়োগ করা হচ্ছে। তিনি আরও জানান, ২০২৩ সালের মধ্যেই শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে সরকারের।