পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য়কর তথ্য় হাতে পেলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার যে স্য়ান্ট্রো গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেটি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের এক হিজবুল মুজাহিদিন জঙ্গির বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ওই গাড়ি থেকে ৪০-৪৫ কেজি আইইডি উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'তদন্তে নেমে এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে গাড়িটি হিজবুল মুজাহিদিন জঙ্গির। আরও তদন্ত করে দেখা হচ্ছে'।
উল্লেখ্য়, ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার কায়দাতেই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ব্য়বহার করা হয়। তবে এবার আগেভাগেই হামলার ছক বানচাল করে ওই গাড়িটিকে পাকড়াও করে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: মোদীর সঙ্গে ট্রাম্পের শেষ কথা এপ্রিলেই, চিন প্রসঙ্গে ‘ডোনাল্ড দাবি’ ওড়াল দিল্লি
এ প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয় কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, আগাম খবর থাকায়, আমরা গাড়িটি আটকে বড়সড় নাশকতার ঘটনা এড়াতে পেরেছি। তাঁর কথায়, 'এটা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য়। আমরা একটা হামলা রুখতে পেরেছি, যেটা ২০১৯ সালের পুলওয়ামা হামলার ধাঁচে ছক কষা হয়েছিল। সময়মতো গোপন খবর পেয়েছিল পুলিশ। এই সাফল্য়ের জন্য় অভিনন্দন বাহিনীকে'।
জানা গিয়েছে, বুধবার রাতে আগাম খবর পেয়ে পুলওয়ামায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়। দেখা যায়, মধ্য় রাতে রাজপোরা এলাকায় একটা স্য়ান্ট্রো গাড়ি ছুটে আসছে। গাড়িটি না দাঁড়ানোয়, নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। একটা গ্রামের কাছে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। যদিও গাড়িটির চালক পলাতক।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এ ঘটনায় যোগ রয়েছে আদিল নামে হিজবুল মুজাহিদিনের এক জঙ্গির। আদিল জইশ এ মহম্মদ ও পাক কমান্ডার বাহিনীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন