দেশে আবারও নোটের আকাল, কে কী ট্যুইট করলেন?

ফিরল নোটবন্দির স্মৃতি। দেশের বিভিন্ন শহরের এটিএমে আবার উধাও নগদ। নোট সমস্যা নিয়ে ট্যুইটারে সরব রাজনীতিক থেকে আম-আদমি।

ফিরল নোটবন্দির স্মৃতি। দেশের বিভিন্ন শহরের এটিএমে আবার উধাও নগদ। নোট সমস্যা নিয়ে ট্যুইটারে সরব রাজনীতিক থেকে আম-আদমি।

author-image
IE Bangla Web Desk
New Update
cashless atm, cash crunch

দেশে আবারও ফিরল নোট বাতিলের স্মৃতি। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

২০১৬ সালের ডিসেম্বর মাস। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে হয়রানি পোয়াতে হয়েছিল সারা দেশের আম-আদমিকে। সেই হয়রানির ছবিই ফের চোখে পড়ল মঙ্গলবার। দেশের বিভিন্ন শহরে এটিএম থেকে উধাও হয়ে গেল নোট। যার জেরে আবারও দেশে ফিরল সেই ভয়ানক স্মৃতি। এদিন হঠাৎই দেশের বিভিন্ন এটিএম থেকে টাকা উধাও হয়ে যায়। হায়দরাবাদ, ভোপাল, সুরাত, দিল্লি, বারাণসীতে সবথেকে বেশি নোটের আকাল বলে জানা গেছে। এদিনের নোট সমস্যাকে হাতিয়ার আরও একবার মোদি সরকারকে নিশানা করতে আসরে নেমেছে বিরোধীরা। তবে শুধু রাজনীতিকরাই নয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষরা নোট সমস্যার কথা তুলে ধরেছেন ট্যুইটারে।

Advertisment

নোট সমস্যা নিয়ে ট্যুইটারে কথা চালাচালির এক টুকরো ছবি রইল এখানে,

Advertisment

national news cash crunch cashless atm