Advertisment

‘কর্পোরেট শিল্পে বিপ্লব আসবে আমার হাত ধরেই’, কর্মক্ষেত্রে বর্ণ বৈষম্যের শিকার, আত্মঘাতী দলিত যুবক

প্রধানমন্ত্রী মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কর্মক্ষেত্রে বর্ণ বৈষম্যের শিকার দলিত যুবকের মৃত্যুতে তোলপাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
caste discrimination, Caste discrimination in Bengaluru, Dalit employee suicide, suicide news, Indian Express, India news, current affairs

গত ৩রা জুন কর্মক্ষেত্রে বর্ণ বৈষম্যের অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। এবার আত্মঘাতী হলেন বেঙ্গালুরুতে একটি বেসরকারী সংস্থার বছর ৩৫-এর এক কর্মচারী।  মৃত্যুর আগে তিনি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন। ঠিক তার মাত্র একঘন্টার মধ্যেই সব শেষ। ভিডিওতে, দলিত ওই যুবক বিবেক রাজ কর্মক্ষেত্রে বর্ণ বৈষম্যের অভিযোগের পাশাপাশি তিনি এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি হারিয়েছেন বলেও দাবি করেন। এরপরই পুলিশ এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। তিনি ব্যাঙ্গালুরুর  লাইফস্টাইল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের এক ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisment

যদিও এই বিষয়ে সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার তরফে জানানো হয়েছে, “আমাদের প্রাক্তন কর্মচারীর মৃত্যুর কথা শুনে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার বন্ধু এবং পরিবারের পাশে রয়েছে সংস্থা। বিবেক এর আগেই আমাদের কাছে এক মর্মে একটি অভিযোগ দায়ের করেছিলেন। কোম্পানির নীতি অনুসারে পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্তও করা হয়েছিল, এবং তদন্তের রিপোর্টও তাঁর সঙ্গে শেয়ার করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ যেহেতু বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে, আমরা তাদের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি”।”

বিবেকের বাবা রাজকুমার ছেলের মৃত্যুর পর পুলিশের কাছে ছেলের অভিযোগ এবং মৃত্যুর বিষয় নিয়ে একটি এফআইআর দায়ের করেছেন। ছেলের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “আমি ২০ বছর হল স্ত্রীকে হারিয়েছি।বৃদ্ধ বয়সে ছেলেই আমার কাছে সবকিছু ছিল। ওর মৃত্যু দুঃখজনক, আমার দুর্ভাগ্য, আমাকে এখন সারাজীবন একা থাকতে হবে।" হোয়াইটফিল্ড পুলিশ মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে তিন সহকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির বিবেকের এক সহপাঠী বলেছেন ‘সকল প্রাক্তন ছাত্র বিবেকের মৃত্যুতে শোকাহ্ত, বিবেক পরিশ্রমী এবং মেধাবী ছাত্র ছিলেন সকলের সঙ্গে মিলে মিশে থাকতে ভালবাসতেন’।

Dalit
Advertisment