জয়েন্টে আপনার নম্বর কত? দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটিতে সহপাঠীরা ভর্তি হওয়ার পর পরিচয় করার সময় এই প্রশ্নটা অবধারিত ভাবেই করে থাকেন। সেটা হস্টেলে হতে পারে। প্রথম ক্লাসে হতে পারে, অথবা ক্যান্টিনে। পরস্পরের সঙ্গে যখন পরিচয় দৃঢ় হয়, তখন সঙ্গীদের মধ্যে আরও একটা প্রশ্ন উঠে আসে। তা হল, কোন জাতি?
আইআইটি বম্বেতে সম্প্রতি দর্শন সোলাঙ্কি নামে ১৮ বছর বয়সি এক ছাত্র আত্মহত্যা করেছে। এই দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গড়েছিল ইনস্টিটিউট। ১২ সদস্যের তদন্ত কমিটি সম্প্রতি রিপোর্ট দিয়েছে। তাতে জানিয়েছে, জাতি বৈষম্যের কোনও প্রমাণ মেলেনি। তবে, আত্মহত্যার সম্ভাব্য কারণ হল লেখাপড়ায় পিছিয়ে পড়া। এর ফলে ওই ছাত্র মানসিক অবসাদে ভুগতে শুরু করে। তার ফলেই আত্মহত্যা করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকৃত ঘটনা জানতে আত্মঘাতী আইআইটি পড়ুয়ার সহপাঠীদের সঙ্গে কথা বলেছে। কথা বলেছে আইআইটি বম্বের শিক্ষকদের সঙ্গেও। কারণ, দর্শন সোলাঙ্কির বাবা আইআইটির তদন্তকারীদের রিপোর্ট মানতে নারাজ। ১২ ফেব্রুয়ারি, তাঁর সেমিস্টার পরীক্ষার একদিন পর দর্শন সোলাঙ্কি ১৬ নম্বর হস্টেলের সপ্তম তলা থেকে থেকে লাফ দিয়েছিলেন। ওই হস্টেলেই তিনি থাকতেন।
এরপর, ২৪ মার্চ দর্শনের বাবা রমেশভাই সোলাঙ্কি আইআইটি বম্বের পরিচালকদের একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি লেখেন, 'রিপোর্টে বলা হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করেছে। সে নিজেই তাঁর মৃত্যুর জন্য দায়ী। যারা পড়য়া, বিশেষ করে এসসি বা এসটি পড়ুয়াদের নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এমন কোন প্রতিষ্ঠান তার পড়ুয়াদেরকেই তাঁদের মৃত্যুর জন্য দায়ী করে?'
আরও পড়ুন- সংসদ থেকে বহিষ্কারের বিরুদ্ধে রাহুলের প্রতিবাদ, টুইটারের বায়ো-তে লিখলেন ‘অযোগ্য সাংসদ’
আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন দর্শনেরই মত এসসি সম্প্রদায়ের এক ছাত্র। তাঁর কথায়, 'আমরা ভর্তির আগে শুনতে পাই যে, একবার আইআইটিতে ভর্তি হতে পারলে জীবন দাঁড়িয়ে যাবে। কিন্তু, এখানে আসার পর বুঝতে পারি যে সমস্যাটা কত কঠিন। কারণ, এসসি সম্প্রদায়ের বেশিরভাগ পড়ুয়া প্রান্তিক জীবনযাত্রা থেকে আসেন। তাঁদের ইংরেজি বুঝতেও কষ্ট হয়। তাঁদের কাছে যথেষ্ট অর্থ থাকে না। সেসব সমস্যা কাটিয়ে এখানকার পঠনপাঠনের সঙ্গে তাল দেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে ওঠে।'