Advertisment

বিদেশের মাটিতে ‘খালিস্তানি তাণ্ডব’, ভারতীয় সাংবাদিককে হেনস্থা, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তান সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডবের শিকার হলেন ভারতীয় সাংবাদিক

author-image
IE Bangla Web Desk
New Update
punjab police,khalistan Search Operation,Delhi Police,Amritpal Singh,Waris De Chief,Indian Journalist attacked,Indian Journalist attacked in US,Khalistani supporters

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তান সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডবের শিকার হলেন ভারতীয় সাংবাদিক

ব্রিটেনের মাটিতে তিরঙ্গার অসম্মানের পর মার্কিনমুলুকে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানি সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তান সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডবের শিকার হলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝাঁ।ভারতীয় দূতাবাসের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

Advertisment

শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয় বলেই অভিযোগ সাংবাদিকের। শনিবার বিকেলে (স্থানীয় সময়) ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানপন্থী সমর্থকদের বিক্ষোভ কভার করার সময় এই ঘটনা ঘটে। রবিবার তিনি এক ট্যুইট বার্তায় খালিস্তানপন্থী সমর্থকদের আক্রমণ থেকে তাকে রক্ষা করার জন্য এবং তাকে তার কাজে সাহায্য করার জন্য তিনি ইউএস সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, খালিস্তান সমর্থকরা তার বাঁদিকের কানে লাঠি দিয়ে আঘাত করে। তিনি তার টুইটার হ্যান্ডেলে খালিস্তানি সমর্থকদের একটি ভিডিওও শেয়ার করেছেন।

তাকে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভারতীয় সাংবাদিক। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে অমৃত পালের সমর্থনে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা মার্কিন সিক্রেট সার্ভিসের উপস্থিতিতে খালিস্তানের পতাকা তুলেছে এবং দূতাবাস ঘেরাও করেছে। এমনকি প্রকাশ্যে দূতাবাসে নাশকতার হুমকিও দেওয়া হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

USA Amritpal Singh
Advertisment