Advertisment

Kalkaji temple Accident : মন্দিরে ভজন চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, মঞ্চ ভেঙে মৃত মহিলা, আহত বহু

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi"," Delhi kalkaji mandir"," kalkaji mandir stage collapse"," stage collapse in Delhi"," Delhi temple stage collapse"," Delhi news"," Delhi news today.

মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ।

মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। ভজন চলাকালীন মঞ্চ ভেঙে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দিল্লির বিভিন্ন হাসপাতালে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় হাজার মানুষ সে সময় ছিলেন মন্দিরে।

Advertisment

দিল্লির কালকাজি মন্দিরে ভজন চলাকালীন ঘটে যায় ভয়াবহ বিপত্তি । শুক্রবার রাত থেকেই 'জাগরণ' চলেছে মন্দিরে । রাত জেগে ভজনে অংশ নেন পূণ্যার্থীরা । জানা গিয়েছে,ভজনের সময় মঞ্চে উঠে পড়েন বেশ কয়েকজন । চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে মঞ্চটি।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ । কালকাজি মন্দির থেকে আহতদের সফদরজং হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল এবং এইমসের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই স্থিতিশীল। অনুষ্ঠান আয়োজনের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে মন্দির কমিটির তরফে জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 337, 304 এ, 188 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন গায়ক বি প্রাক। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওতে, তিনি ঘটনাটিকে "অত্যন্ত দুর্ভাগ্যজনক" বলে বর্ণনা করেছেন এবং বলেন, যে এটি "প্রথমবার এরকম কিছু" তার সঙ্গে ঘটেছে। বি প্রাক ভিডিও বার্তায় আরও বলেছেন, "এই ঘটনায় আমি খুব দুঃখিত।"

delhi
Advertisment