সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ঘটনা। সাত বছরের বালককে টেনে হিঁচড়ে নিয়ে গেল দুরন্ত গতির গাড়ি। ঘটনার হেরে মৃত্যু হয় সাত বছরের বালকের। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুনেতে। প্রায় ৭০০-৮০০ মিটার দীর্ঘ পথ ওই শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি চলন্ত গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটির সঙ্গে একটি স্কুটারের ধাক্কা লাগে। স্কুটারে ছিলেন মা ও তার সাত বছরের সন্তান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি তাদের স্কুটারে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ফলে মা কার্যত ছিটকে পড়ে যান স্কুটার থেকে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন তিনি। একই সঙ্গে স্কুটারে থাকা সাত বছরের শিশুকে ৭০০-৮০০ মিটার পথ টানতে টানতে নিয়ে যায় গাড়িটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। এরপরই স্থানীয় মানুষ গাড়িটিকে ধাওয়া করেন। গাড়িটি শেষ পর্যন্ত থামলেও বাঁচানো যায়নি সাত বছরের বালককে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক রাহুল তাপকির মদ্যপ অবস্থায় ছিলেন। ছেলে ও মা যখন স্কুটারে করে বাড়ি ফিরছিলেন সে সময় গাড়িটি তাদের স্কুটারে সপাটে ধাক্কা দেয়। দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বছর সাতেকের ওই নাবালকের। মা গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ির চালক রাহুল তাপকির (৪০) কে আটক করেছে।
একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলা তার সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় গাড়িটি পিছন থেকে স্কুটারকে ধাক্কা দেয়। আঘাতের ফলে শিশুটি গাড়ির নিচে চলে যায়, সেই অবস্থায় গাড়ি না থামিয়ে টেনে হিঁচড়ে শিশুটিকে প্রায় ৭০০-৮০০ মিটার দূরে নিয়ে যায় গাড়ির চালক। পুলিশ বিষয়টি তদন্ত চালাচ্ছে। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালককে।