Advertisment

নাবালকে পরপর ছুরিকাঘাত, মৃতদেহের পাশে উদ্যম নাচ, নৃশংসতায় শিউরে উঠবেন  

৩৫০ টাকা ছিনতাই করতেই এই কাণ্ড ঘটান অভিযুক্ত

author-image
IE Bangla Web Desk
New Update
"Delhi murder, Welcome murder, CCTV footage of Delhi murder, Delhi news, Delhi crime"

মৃতদেহের পাশে উদ্যম নাচ, নৃশংসতায় শিউরে উঠবেন

মাত্র ৩৫০ টাকা ছিনতাই করতে নাবালকে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ। ঘটনার নৃশংসতায় শিউরে উঠল তামাম দেশবাসী।  

Advertisment

মঙ্গলবার রাতে হাড়হিম করা করা ঘটনায় সাক্ষী থাকল উত্তর-পূর্ব দিল্লি। বছর ১৬-এর এক কিশোরকে পরপর ছুরিকাঘাত করে খুন করে ছিনিয়ে নেওয়া হল পকেটে থাকা ৩৫০ টাকা । সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই নৃশংস ঘটনা। মাত্র সাড়ে তিনশো টাকার জন্য এই নারকীয় হত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তাকে জেরা করে আরও বিশদ তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

উত্তর-পূর্ব দিল্লির এক নির্জন রাস্তায় বছর-১৬-এর এক কিশোরকে পরপর ছুরিকাঘাত। হত্যার পর ঠাণ্ডা হয়ে যাওয়া শরীরের পাশে উদ্দ্যম নাচ নাচতে দেখা গেল এক যুবককে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। আর এমনই নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা দেখে কার্যত চোখ কপালে নেটপাড়ার। 

ডাকাতির উদ্দেশ্যে খুনের ঘটনা প্রকাশ্যে আসায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে এবং অপরাধে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তরা নাবালকের মৃতদেহটিকে টেনে পাশের একটি সরু গলির দিকে নিয়ে যাচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জানিয়েছেন, ‘১৬ বছর বয়সী এক নাবালকের থেকে ৩৫০ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।  ডিসিপি বলেছেন যে ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে অভিযুক্তরা প্রথমে নাবালককে পেছন থেকে চেপে ধরে, তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। তারপর যখন সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে, তখন তারা তাকে একাধিকবার ছুরি দিয়ে কোপাতে শুরু করে । এরপর অভিযুক্তরা নাবালকের কাছ থেকে ৩৫০ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত নাবালককে গুরুতেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে’।

delhi Murder
Advertisment