বিবেকানন্দ রেড্ডি হত্যা মামলায় YSRCP সাংসদ ওয়াইএস অবিনাশ রেড্ডির বাবা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির কাকাকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআইয়ের জালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির কাকা ওয়াইএস ভাস্কর রেড্ডি। প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডির খুনের ঘটনায় তাঁকে আজ রবিবার গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির কাকাকে গ্রেফতার করেছে সিবিআই। বিবেকানন্দ রেড্ডি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। রবিবার মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির কাকা ওয়াইএস ভাস্কর রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার এই মামলায় উদয় কুমার রেড্ডিকে গ্রেফতার করেছিল সিবিআই। উদয় কুমারকে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছিল, যদিও পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে, রবিবার এই মামলায় ওয়াইএস ভাস্কর রেড্ডিকে গ্রেফতার করেছে সিবিআই।
বিবেকানন্দ রেড্ডিকে ১৫ মার্চ, ২০১৯ সালে রাতে তার বাসভবনেই তাঁকে খুন করা হয়। এই মামলার তদন্ত আগে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) কাছে ছিল কিন্তু ২০২০ সালে এর তদন্তভার CBI-এর হাতে হস্তান্তর করা হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ওয়াইএস বিবেকানন্দ রেড্ডিকে খুন করা হয়।