বড়সড় কেলেঙ্কারি সামনে এল। ডিআরআই-এর এডিজি চন্দর শেখরকে গ্রেফতার করল সিবিআই। ২৫ লক্ষ টাকার ঘুষ নেওয়ার একটি মামলায় চন্দর শেখরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চন্দর শেখরের সঙ্গে আরেক ব্যক্তিকে এদিন গ্রেফতার করেছে সিবিআই। ওই ব্যক্তি ‘মিডলম্যান’ হিসেবে কাজ করছিলেন বলে জানা যাচ্ছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
আরও পড়ুন: ‘মোদী সরকারের নতুন বছরের উপহার’, দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের
ডিআরআই ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, লুধিয়ানায় এডিজি পদে কর্মরত চন্দর শেখর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিকের হয়ে ঘুষ নিতেন মিডলম্যান। এই অভিযোগে চন্দর শেখরের সঙ্গে ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগে নয়া দিল্লি, নয়ডা, লুধিয়ানার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।
আরও পড়ুন: নিজেদের পারমাণবিক ক্ষমতার খতিয়ান পরস্পরের হাতে তুলে দিল ভারত-পাকিস্তান
চন্দর শেখরের হয়েই তিনি ঘুষ নিতেন বলে জেরা চলাকালীন তদন্তকারীদের জানিয়েছেন মিডলম্যান, সিবিআই সূত্রে এমনই খবর। তদন্তকারীদের ধারণা, মোটা অঙ্কের টাকার কারবার রয়েছে ধৃত ২ জনের মধ্যে।
Read the full story in English