Advertisment

পশুখাদ্য কেলেঙ্কারি: সিবিআই আদালতে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব

রাঁচির সিবিআই আদালত মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ নম্বর মামলায় দোষী সাব্যস্ত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lalu Yadav granted bail by Jharkhand HC in a case related to Fodder scam

পশুখাদ্য কেলেঙ্কারিতে জামিন লালুপ্রসাদ যাদবের।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। রাঁচির সিবিআই আদালত মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ নম্বর মামলায় দোষী সাব্যস্ত করেছে। তিনি ছাড়াও আরও ৭৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোরান্ডা ট্রেজারি থেকে টাকা তুলে পশুখাদ্য কেনার নামে তহবিল তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে।

Advertisment

এদিন বিশেষ বিচারক এস কে শশী একইসঙ্গে ২৪ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেন। ১৯৯৫-৯৬ সালে অবিভক্ত বিহারের দোরান্ডা ট্রেজারি থেকে প্রায় ১৪০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। আদালতের রেকর্ড অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে গত ২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর চার্জ ফ্রেম করা হয়। তারপর সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়া হয় ২০১৯ সালের ১৬ মে। অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হয় ২০২০ সালের ১৬ জানুয়ারি।

এটা পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলা। লালু প্রসাদ আগেই চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। কারণ, তিনি ইতিমধ্যেই তাঁর সাজার অর্ধেক ভোগ করে ফেলেছেন। আরও একটি মামলা তাঁর মাথায় ঝুলে রয়েছে পাটনায়। বাঙ্কা-ভাগলপুর ট্রেজারি থেকে তহবিল তছরুপের সেই মামলা সিবিআই তদন্ত করছে।

আরও পড়ুন মুষলপর্ব ঠেকাতে আরজেডির রাশ ধরলেন লালুপ্রসাদ

ডিফেন্স কাউন্সেল সঞ্জয় কুমার জানিয়েছেন, লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হয়েছেন। ৯৯ জন অভিযুক্তের মধ্যে ২৪ জন বেকসুর খালাস হয়েছেন। ৭৫ বাকি ৭৫ জনের মধ্যে ৩৪ জনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালু-সহ বাকিদের সাজা ঘোষণা বাকি রয়েছে।

cbi Lalu Prasad Yadav Bihar Fodder Scam
Advertisment