Advertisment

ইডি-সিবিআইকে অপব্যাবহার করছে কেন্দ্র? অমিত শাহের জবাব চমকে দেবে

ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচার নিদান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah will come bengal on theoccassion of rabindra jayanti

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইডি-সিবিআইকে অপব্যাবহার করছে কেন্দ্র। এনিয়ে বারবার বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এবার বিরোধীদের অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার জোর দিয়ে বলেছেন ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর মতো এজেন্সিগুলি নিরপেক্ষভাবে কাজ করছে।

পাশাপাশই তিনি এও দাবি করেন, ইডি-সিবিআই যে মামলাগুলির তদন্ত করছে তার মধ্যে সিংহভাগ মামলায়  ইউপিএ সরকারের আমলে দায়ের করা হয়েছে। শাহ দিল্লিতে আয়োজিত একটি মিডিয়া ইনস্টিটিউট ইভেন্টে বলেন, ‘তদন্তকারী সংস্থার কাজে যদি কোন দলের আপত্তি থাকে তারা সরাসরি আদালতে যান, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করুন’।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তদন্তকারী সংস্থাগুলি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনও নোটিশ, এফআইআর এবং চার্জশিটকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’। পাশাপাশি তিনি বিরোধীশিবিরকে নিশানা করে বলেন, তারা আদালতে না গিয়ে বাইরে চিৎকার করছে।

তিনি এও প্রশ্ন তোলেন, ‘কারুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করা কী অন্যায়’? অমিত শাহ এদিন আরও বলেন, ‘দুটি ছাড়া বাকী সব মামলা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের। দুর্নীতি হলে ইডি তার তদন্ত করতে বাধ্য’। তিনি বলেন, ‘আমি সবাইকে বলতে চাই আপনারা আইন মেনে চলুন, এটাই একমাত্র উপায় ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচার’।

আদানি ইস্যু প্রসঙ্গে শাহ বলেন, ‘সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে । অন্যায় করলে কেউ রেহাই পাবে না’। পাশাপাশি শাহ এদিন আরও বলেন, ‘বিচার প্রক্রিয়ায় সবার আস্থা রাখতে হবে। মানুষ যেন ভিত্তিহীন অভিযোগ না করেন। কারণ এগুলো বেশিদিন টেকে না’।

amit shah ED cbi
Advertisment